ছবি: এআই।
এ বিশ্বে প্রায় সকল মানুষই জীবনের কোনও না কোনও প্রান্তে মিথ্যার আশ্রয় নেন। ছোটবেলায় যতই শেখানো হোক মিথ্যা কথা বলা পাপ। তা-ও নানা পরিস্থিতিতে আমাদের একটু-আধটু মিথ্যা কথা বলতেই হয়। কেউ বকা খাওয়া থেকে বাঁচার জন্য মিথ্যা বলেন, কেউ আবার স্বভাবের দোষে। কিন্তু যে কারণেই মিথ্যা বলা হোক না কেন, রাশিচক্রের চার রাশি সেই মিথ্যা সহজেই ধরে ফেলেন। কোনও মতেই এঁদের মিথ্যা বলে পার পাওয়া যায় না।
কোন চার রাশিকে মিথ্যা কথা বলা যায় না?
কর্কট: আবেগতাড়িত কর্কট রাশির জাতক-জাতিকারা অন্যের মনে কী চলছে সেটা খুব ভালই বুঝতে পারেন। এই রাশির ব্যক্তিদের সকলে না বুঝতে পারলেও, এঁরা প্রায় সকল মানুষের মনের তলের হদিস পান। এঁদের কাছে মিথ্যা বলে পার পাওয়া যায় না। এঁরা বিপরীত প্রান্তে থাকা মানুষের আদব-কায়দা দেখে সবটাই ধরে ফেলেন।
কন্যা: কন্যা রাশির ব্যক্তিদের বিশ্লেষণী ক্ষমতা দারুণ। এঁরা মানুষের অভিব্যক্তি বুঝতে পারেন। এই রাশির ব্যক্তিরা সব কিছু নজরে রাখেন। সেই কারণে কেউ যদি এঁদের মিথ্যা কথা বলেন, তা হলে এঁরা সেটা সহজেই ধরে ফেলেন। তাঁদের মিথ্যা কথা কেন বলা হল সেটা নিয়ে প্রশ্নও তোলেন কন্যা রাশির ব্যক্তিরা। মুখ বুজে লোকের মিথ্যাচার সহ্য করে নেওয়া এঁদের রাশিগত প্রকৃতিতে নেই।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও আবেগের দাস। কাছের মানুষকে এঁরা মন দিয়ে ভালবাসেন। সেই কারণে এঁরা একটু সন্দেহবাতিকও হন। বৃশ্চিক রাশির ব্যক্তিরা সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে পছন্দ করেন। সেই কারণে এঁদেরকে মিথ্যা কথা বললেই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। ফলত বিপরীতে থাকা ব্যক্তি বাধ্য হন সত্যিটা স্বীকার করতে। কে কখন মিথ্যা বলছে সেটাও এঁরা অনায়াসে ধরে ফেলতে পারেন।
মীন: নিজের দুনিয়ায় থাকতে পছন্দ করলেও, মীন রাশি যে পারিপার্শ্বিকের খবর রাখেন না সেটা কিন্তু নয়। হাসিখুশি মীন রাশির ব্যক্তিরা সর্বদা চোখকান খোলা রেখে চলেন। এঁরা অত্যন্ত সহানুভূতিশীল হন। কোনও মানুষকে গভীর ভাবে চিনতে ও বুঝতে এঁদের বেশি সময় লাগে না। সেই কারণে অপর মানুষটি যখন এঁদের মিথ্যা বলে, তখন সেটা ধরে ফেলাও এঁদের কাছে বাঁ হাতের খেলা।