Bird Nest Astrology

মাঝেমধ্যেই নানা পাখি এসে বাড়িতে বাসা বানিয়ে থাকে? এই লক্ষণ শুভ না অশুভ? খোঁজ দিলেন জ্যোতিষী

চড়াই, শালিক, ঘুঘু, পায়রা প্রভৃতি পাখি আমাদের বাড়িতে নিজেদের সুরক্ষার আশ্রয় খুঁজে নেয়। এতে মানুষের অসুবিধা একটু হয়। কিন্তু এরই সঙ্গে এটা জানাও দরকার যে আপনার বাড়িতে যে পাখির বাসা রয়েছে, সেটি আপনার জন্য শুভ কি না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১১:৪৮
Share:

ছবি: মেটা এআই।

প্রায় সকল মানুষের বাড়িতেই পাখিরা এসে বাসা বাঁধে। বিশেষ করে পুরনো আমলের বাড়িতে এই ছবি হামেশাই দেখা যায়। চড়াই, শালিক, ঘুঘু, পায়রা প্রভৃতি পাখি আমাদের বাড়িতে নিজেদের সুরক্ষার আশ্রয় খুঁজে নেয়। এতে মানুষের অসুবিধা একটু হয়। কারণ, পাখিদের বিষ্ঠার ফলে বাড়ির দেওয়াল তথা আশপাশ ময়লা হয়। এ ছাড়া, পাখিগুলি নিজেদের বাসা বানানোর জন্য মুখে করে নিয়ে আসা খড়কুটো ফেলেও নোংরা করে। কিন্তু এরই সঙ্গে এটা জানাও দরকার যে আপনার বাড়িতে যে পাখির বাসা রয়েছে, সেটি আপনার জন্য শুভ কি না। শাস্ত্র বলছে, কয়েকটি পাখির বাসা বাড়িতে থাকা যেমন শুভ, তেমনই কিছু পাখির বাসা আমাদের বাস্তুর জন্য অশুভ।

Advertisement

কোন কোন পাখির বাসা আমাদের জন্য শুভ?

চড়াই: বাড়িতে চড়াই পাখির বাসা বানানোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে অর্থপ্রাপ্তি ঘটে বলে মনে করা হয়। বাড়িতে চড়াই পাখি বাসা বানালে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি ঘটে বলে কথিত রয়েছে। চড়াই যদি আপনার বাড়ির পূর্ব দিকে বাসা বানায়, তা হলে বুঝতে হবে জীবন শীঘ্রই সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।

Advertisement

ঘুঘু: অনেকেই মনে করেন বাড়িতে ঘুঘু পাখির বাসা বানানো শুভ নয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। বাড়িতে ঘুঘু পাখি বাসা বানালে খারাপ কিছুই হয় না, বরং ভালই হয়। বাড়িতে ঘুঘু আসার অর্থ হল আপনার দুর্ভাগ্য এ বার সৌভাগ্যে বদলে যেতে চলেছে। যে বাড়িতে ঘুঘু পাখি বাসা বানিয়ে থাকে, সে বাড়িতে কখনও শান্তির অভাব ঘটে না। বাড়ির মানুষদের মধ্যে ঝগড়া-বিবাদও হয় না।

কোন কোন পাখির বাসা বাড়ির জন্য অশুভ?

মৌচাক: পাখি না হলেও, মৌমাছিরাও আমাদের শখের বাড়িতেই নিজের বাসা তৈরি করে। অনেকেই সেই চাক ভেঙে দেন। পাছে মৌমাছির কামড় খেতে হয় যদি সেই ভয়ে। অনেকে আবার মধুর লোভে সেই চাক ভেঙে দেন। কিন্তু এটি করা উচিত নয়। এতে বাস্তুর অকল্যাণ হয়। তবে বাড়িতে মৌচাক তৈরি হলে বুঝতে হবে শীঘ্রই কোনও খারাপ খবর আসতে চলেছে।

বাদুড়: বাড়িতে হঠাৎ বাদুড়ের আসা-যাওয়া দেখলে বুঝতে হবে ভবিষ্যতে কোনও অশুভ ঘটনা ঘটতে চলেছে। যেটি আপনাকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলতে পারে। এই লক্ষণ মোটেই শুভ নয়।

পায়রা: বাড়িতে পায়রা আসাও শুভ নয় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র। এটিকে দুর্ভাগ্যের লক্ষণ মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement