—প্রতীকী ছবি।
নানা কাজের ব্যস্ততার মাঝে কমবেশি সকলেই অনেক কিছু ভুলে যান। কিন্তু বিপদ হয় যখন জরুরি কথা মাথায় থাকে না। এর ফলে প্রায় প্রত্যেক মানুষকেই নানা হেনস্থার শিকার হতে হয়। বর্তমান ‘ডিজিটাইজ়ড’ যুগে জরুরি কথা মনে রেখে দেওয়ার নানা পন্থা রয়েছে। ফ্রিজের গায়ে ছোট্ট কাগজ আটকে লিখে রাখা হোক, কিংবা মোবাইলের নোটপ্যাডে লিখে রাখা, যে কোনও উপায়ে মনে রাখাটাই জরুরি। কিন্তু রাশিচক্রের তিন রাশি আছে যাঁরা বহু চেষ্টা করেও কোনও কিছু মনে রাখতে পারেন না। সাধারণ থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কোনও কিছুই এঁদের মাথায় থাকে না।
কোন তিন রাশি সব কিছু ভুলে যান?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষ ভুলে যাওয়ার ব্যাপারেও সবার প্রথমেই রয়েছে। প্রায় কোনও কথাই এঁদের মাথায় থাকে না। এই রাশির ব্যক্তিদের ধৈর্যশক্তি কম। ফলত কোনও কিছুতে এঁদের বেশি ক্ষণ মন টেকে না। সেই কারণে প্রায় কোনও কথাই এঁদের মাথায় থাকে না। মেষ রাশির ব্যক্তিরা যখন যে কাজ করেন, তখন সেই কাজেই এতটা ঢুকে যান যে, আগে কী করছিলেন বা পরে কী করার রয়েছে সেই বিষয়েও আর কিছুই মনে থাকে না এঁদের।
মিথুন: সারা দিন নানা প্রকার ভাবনা মিথুন রাশির জাতক-জাতিকাদের মাথায় ঘুরে বেড়ায়। এঁরা কখনও কোনও একটা জিনিসে মনস্থির করতে পারেন না। প্রকৃতির দিক দিয়ে এঁরা অত্যন্ত কৌতূহলী। সর্বদা নতুন জিনিস জানার আগ্রহ মনে নিয়ে ঘুরে চলেন। কিন্তু বহু জ্ঞান আহরণের পর শেষে গিয়ে কিছুই মনে রাখতে পারেন না এই রাশির ব্যক্তিরা। বর্তমানে বাঁচতে গিয়ে এঁরা এঁদের অতীতকে ভুলে যান। আর সেই ভুলে যাওয়ার খেসারত এঁদের ভবিষ্যতে গিয়ে দিতে হয়।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা স্বপ্ন দেখতে ভালবাসেন। এঁরা সর্বদা নিজেদের লক্ষ্য নিয়েই ভেবে যান। লক্ষ্যে পৌঁছোতে কী কী করতে হবে, কী ভাবে সফলতা আসবে সেই সকল চিন্তা নিয়ে এঁরা এতটাই বুঁদ থাকেন যে দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয় এঁদের মাথায় থাকে না। ভবিষ্যৎ উজ্জ্বল করার তাগিদে এঁরা বর্তমানে ঘটে চলা ঘটনাগুলি উপভোগ করতে ভুলে যান। কিন্তু সেই বিষয়ে এঁদের কোনও তাপ-উত্তাপও থাকে না। এঁরা ভুলে যাওয়াতেই নিজেদের ভাল থাকা খুঁজে নেন।