Big Spender Zodiac Signs

কেউ টাকা ওড়ান লোক দেখাতে, কেউ বিলাসিতার জন্য! জলের মতো খরচ করে পরে কপাল চাপড়ান পাঁচ রাশি

রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যাঁরা দু’হাতে টাকা আয় করেন কিন্তু সেই টাকা জলের মতো খরচ করে ফেলেন। সঞ্চয়ের চিন্তা এঁদের মাথায় আসে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৯:১২
Share:

—প্রতীকী ছবি।

অর্থ আসবে আবার অর্থ খরচ হবে, এটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু খরচ করা আর জলের মতো টাকা খরচ করার মধ্যে পার্থক্য রয়েছে। টাকা আয় করার জন্য অবশ্যই দক্ষতা থাকা প্রয়োজন। তেমনই টাকা হাতে ধরে রাখার জন্যও কিছু নিয়ম মেনে চলা জরুরি। টাকা বাঁচানোর স্বভাব সকলের মধ্যে থাকে না। অনেকেই রয়েছেন যাঁরা দু’হাতে টাকা আয় করেন কিন্তু সেই টাকা জলের মতো খরচ করে ফেলেন। সঞ্চয়ের চিন্তা এঁদের মাথায় আসে না। কখন কোন মানুষের জীবনে কী হয় সেটা কেউ বলতে পারে না। সেই কারণে সঞ্চয় করা জরুরি। আমাদের খারাপ সময়ে সেই সঞ্চিত টাকাই কাজে আসে। সেই কারণে বুঝেশুনে খরচ করা জরুরি। কিছু রাশির মানুষ আছেন যাঁরা টাকা খরচ করার সময় একটুও ভাবেন না, দু’হাতে টাকা খরচ করে ফেলেন।

Advertisement

কারা বেশি টাকা খরচ করে?

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা খরচ করতে খুবই পছন্দ করেন। অন্যকে দেখানোর উদ্দেশ্যে খুব বেশি খরচ করে ফেলেন এই রাশির ব্যক্তিরা। কোন খাতে কতটা টাকা ঢালা প্রয়োজন সেটা এই রাশির মাথায় আসে না। তাই যতই আয় করুক না কেন, এই রাশির ভাগ্যে অভাব থেকেই যায়। পরে গিয়ে সেটা এঁদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

Advertisement

সিংহ: জলের মতো টাকা ওড়াতে ওস্তাদ সিংহ রাশির ব্যক্তিরা। নিজের জন্য খরচ তো দূরের কথা, অন্যের জন্য খরচ করতেও এঁদের কোনও দ্বিধা হয় না। প্রচুর আয় থাকলেও বেহিসেবি খরচের জন্য এঁরা অভাব ভোগ করেন।

তুলা: তুলা রাশির ব্যক্তিরা জীবনের সব দিক সুন্দর করে গুছিয়ে রাখলেও, টাকা খরচের ব্যাপারটা এঁরা নিজেদের আয়ত্তে আনতে পারেন না। বিলাসিতার জন্য টাকা খরচ করতে এঁরা কখনও পিছপা হন না। এঁরা ভবিষ্যতের সঞ্চয় নিয়ে একেবারেই সচেতন নয়। তুলা রাশি যদি খরচের হাত কমাতে পারেন, তা হলে জীবনে খুবই উন্নতি করতে পারবেন।

বৃশ্চিক: টাকা খরচের সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কোনও কিছু দেখেন না। এঁদের সর্বদা শ্রেষ্ঠ জিনিসটাই চাই। বিলাসিতার জন্য এঁরা জলের মতো টাকা ওড়ান। এঁদের সব বিষয়েই একটু বেশি খুঁতখুঁতে ভাব থাকে। প্রচুর উপার্জন থাকলেও বেশি খরচের জন্য বৃশ্চিকের সঞ্চয় খুব কম হয়। সেটা নিয়ে এঁরা আফসোসেও ভোগেন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা খরচ করতে পারলে আর কিছুই চান না। জীবনে যে জিনিসের খুব একটা প্রয়োজন নেই, সেটার পিছনেও টাকা ঢালতে এঁরা দ্বিধাবোধ করেন না। কেনাকাটা করতে এঁরা খুবই পছন্দ করেন। খরচের মধ্যেই এঁদের আনন্দ, তাই সঞ্চয় খুবই কম হয়। পরে গিয়ে সেটা নিয়ে চিন্তা করলেও স্বভাবে বদল আসে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement