—প্রতীকী ছবি।
শাস্ত্র বলছে, এক জন মানুষের স্বভাব, চিন্তাধারা, আচরণ প্রভৃতি অনেকটাই উক্ত মানুষের রাশির উপর নির্ভর করে। ভিন্ন ভিন্ন রাশির মানুষদের মধ্যে পৃথক পৃথক কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তবে সেই সকল স্বভাব যে কেবল নির্দিষ্ট রাশির মানুষদের মধ্যেই থাকে, বাকিদের মধ্যে থাকে না সেই ধারণা ঠিক নয়। তেমনই উক্ত মানুষেরা যে কেবল তাঁদের রাশির জন্যই নির্দিষ্ট প্রকৃতির, সেটাও নয়। তবে রাশিগত দিক দিয়ে বিচার করলে সকল মানুষের মধ্যেই কিছু না কিছু মিল ও অমিল পাওয়া যায়। চারটি রাশি রয়েছে যাঁরা রাশিচক্রের অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান। জেনে নিন তাঁরা কারা।
কোন রাশির ব্যক্তিরা বুদ্ধিমান?
মিথুন: নতুন কিছু শেখার আগ্রহ মিথুন রাশির জাতক-জাতিকাদের মধ্যে জন্ম থেকেই থাকে। এঁরা স্বভাবতই কৌতূহলী। যে কোনও জিনিস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে ভালবাসেন এঁরা। তবে জ্ঞানের বড়াই করে বেরোনো এঁদের মোটেও পছন্দ নয়। এই রাশির ব্যক্তিরা অত্যন্ত বিচক্ষণ হন এবং গুছিয়ে কথা বলতে পারেন তাই যে কোনও ক্ষেত্রে সহজেই এঁরা নিজেদের জায়গা করে নেন।
কন্যা: যে কোনও বিষয় সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান সঞ্চার করতে পছন্দ করেন কন্যা রাশির জাতক-জাতিকারা। সব কিছু খুঁটিয়ে জানা ও দেখা এঁদের রাশিগত স্বভাবেরই অংশ। কন্যা রাশির জাতক-জাতিকারা বাস্তববাদী হন। ফলত যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা এঁরা মাথা ঠান্ডা রেখে করতে পারেন। বুদ্ধির বলে যে কোনও সমস্যার সমাধান এঁরা নিজেরাই বার করে নিতে পারেন।
বৃশ্চিক: পরিবারে সকলের মধ্যে, এমনকি শিক্ষাক্ষেত্র বা কর্মক্ষেত্রেও বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এঁদের বুদ্ধির জন্য বিখ্যাত। এই কারণে এঁরা সকলের কাছে প্রশংসাও কুড়োন। এই রাশির ব্যক্তিরা কখনও সহজে হার মানেন না। যে কোনও প্রতিযোগিতায় এঁরা সকলের থেকে এক ধাপ এগিয়ে থাকেন। প্রখর বুদ্ধির বলে সর্বদা এঁদের জিতই হয়।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা সর্বদা নতুন কিছু করার জন্য মুখিয়ে থাকেন। নতুন বিষয় শিখতে ও জানতে এঁরা খুব পছন্দ করেন। কোনও নতুন জিনিস শিখতে এঁদের বিশেষ সময়ও লাগে না। এই রাশির ব্যক্তিরা এতটাই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী যে, কোনও কিছু বিশেষ পরিশ্রম ব্যতিরেকে চট করেই শিখে যান। এঁদের সহজে বোকা বানানোও যায় না। অন্যের চালাকি এঁরা সহজেই ধরে ফেলেন।