—প্রতীকী ছবি।
জীবন কখনও কখনও এমন পথে বাঁক নেয় যেখানে দুর্দশা ছাড়া আর কিছুই থাকে না। কোনও কাজই আমরা ঠিকমতো করে উঠতে ব্যর্থ হই। সব ক্ষেত্র থেকে কেবল হতাশাই পেতে হয়। এর নেপথ্যে থাকতে পারে নানাবিধ কারণ। কিন্তু যে কারণই থাক না কেন, এমন কঠিন সময় কারও জন্যই কাম্য নয়। এতে আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর যেমন প্রভাব পড়ে, তেমনই মানসিক দিক থেকেও আমরা ভেঙে পড়ি। পরিবারের লোকজনও আমাদের বুঝতে চান না। মেজাজ খিটখিটে হয়ে যায়, কোনও জিনিসে মন দেওয়া মুশকিল হয়ে পড়ে। সংখ্যাতত্ত্বে এর সমাধান সম্বন্ধে খুব সহজ একটি উপায়ের কথা বলা রয়েছে।
আমাদের প্রত্যেকের যেমন এক একটি জন্মসংখ্যা রয়েছে, তেমনই প্রত্যেক গ্রহ-উপগ্রহেরও বিশেষ বিশেষ সংখ্যা রয়েছে। সংখ্যাতত্ত্ব আমাদের সেই সকল সংখ্যা জানতে সাহায্য করে। সেই মতে আমাদের সমস্যা অনুযায়ী যদি সহজ কিছু নিয়ম মেনে বিশেষ কিছু সংখ্যা পাঠ করা যায় তা হলে ভাল ফল পাওয়া যায়। শাস্ত্র বলছে, আমাদের ভাগ্যে যখন হঠাৎ করে দুর্দশা নেমে আসে, তখন সেটিকে সঠিক পথে আনতে সাহায্য করতে পারে রবি ও শুক্র। তাদের সংখ্যাগুলি জেনে নিন।
ভাগ্যের হাল ফেরাতে কোন দুই সংখ্যা পাঠ করতে হবে?
৫০৫: প্রতি দিন স্নানের পর এই সংখ্যাটি জপ করতে হবে। এটি রবির সংখ্যা। স্নান সেরে ডান হাতের তর্জনী, মধ্যমা ও অনামিকাকে একত্রে কপালের মাঝে রেখে নয় বার ৫০৫ সংখ্যাটি জপ করতে হবে। এতে আপনার রবি শক্তিশালী হবে, যার ফলে সমাজে আপনার নাম-যশ-খ্যাতি বৃদ্ধি পাবে। যাঁরা আপনাকে ভুল বুঝছিলেন, তাঁরা সকলে নিজেদের ভুলটা বুঝতে পারবেন।
২০৪: ২০৪ শুক্রের সংখ্যা। রবির সংখ্যা জপ করার পর নয় বার শুক্রের সংখ্যা জপ করতে হবে। ডান হাতটিকে মাথায় রেখে এক মনে এই সংখ্যাটি জপ করলেই হবে। এতে আপনার শুক্র গ্রহ বলপ্রাপ্ত হবে। ফলত অর্থসমস্যা দূর হবে। পেশাক্ষেত্রেও সফলতা প্রাপ্তি ঘটবে।