—প্রতীকী ছবি।
শাস্ত্রে রাশিচক্রের প্রতিটা রাশির জন্যই বিশেষ কিছু টোটকা বা প্রতিকারের কথা বলা রয়েছে। আমাদের সকলের জীবনেই নানা উত্থান-পতন রয়েছে, সেগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যদি সহজ কিছু উপায় মেনে চলি, তা হলে আমাদের জীবন একটু নির্ঝঞ্ঝাট হতে পারে। তাই প্রত্যেকটা রাশির জন্য এমন কিছু টোটকার কথা বলা হল, যা দৈনন্দিন জীবনে সহজেই মেনে চলা সম্ভব। জীবনকে সহজ ভাবে কাটানোর জন্য বিশেষ কিছু কার্যকরী টোটকার কথা বলা হল।
টোটকা:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও দিন ইষ্টদেবতার মন্দিরে ছোলা এবং গুড় দান করুন। সুজি এবং কেশর মিশিয়ে মিষ্টি তৈরি করেও দান করতে পারেন।
বৃষ– সময়-সুবিধা মতো বৃষ রাশির জাতক-জাতিকারা সাদা গরুকে খাবার খাওয়ান এবং নিজের পায়ে সাদা সুতো বাঁধুন।
মিথুন– মিথুন রাশির ব্যক্তিরা গম, মিষ্টি এবং যে কোনও ফল দান করুন এবং মাছকে খাবার খাওয়ান।
কর্কট– অশ্বত্থ গাছে কর্কট রাশির ব্যক্তিরা কেশরের তিলক পরান এবং হলুদ সুতো বাঁধুন। কুকুরকে খাবার খাওয়ান।
সিংহ– সিংহ রাশির ব্যক্তিরা দরিদ্রদের বস্ত্র দান করুন।
কন্যা– গরুকে যে কোনও সবুজ জিনিস বা ঘাস খাওয়ালে কন্যা রাশির ব্যক্তিরা দারুণ ফল পাবেন।
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা প্রতি সপ্তাহের বুধবার করে গণেশের পুজো করুন। বুধবার সম্ভব না হলে অন্যান্য দিনও পুজো করা যেতে পারে।
বৃশ্চিক– হনুমানজির পুজো করলে বৃশ্চিক রাশির ব্যক্তিরা দারুণ ফল পাবেন। মঙ্গলবার করে পুজো করতে পারলে ভাল, অন্যান্য দিনও করা যেতে পারে।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা ইষ্টদেবতার নাম জপ করুন।
মকর– মকর রাশির জাতক-জাতিকারা শনিদেবের পুজো করুন।
কুম্ভ– শিবের আরাধনা করলে কুম্ভ রাশির ব্যক্তিদের ভাগ্য বদলে যাবে।
মীন– মীন রাশির জাতক-জাতিকারা বিষ্ণুদেবের পুজো করুন।