Escapist Zodiac Signs

কঠিন সময়ে হাত ছেড়ে দেন, সম্পর্কের টানাপড়েনে জড়াতে নারাজ! ভালবাসা সহজ না হলে পালিয়ে বাঁচেন পাঁচ রাশি

ভালবাসার পথ কখনও মসৃণ হয় না। সম্পর্কে কোনও কোনও দিন যেমন স্বপ্নের মতো মনে হয়, তেমনই কয়েকটি দিন জীবনে নেমে আসে দুঃস্বপ্ন রূপে। তখন সম্পর্কে ভেঙে বেরিয়ে আসার চিন্তা মাথায় আসে। আর সেই চিন্তায় সহজেই হার মেনে নেন পাঁচ রাশি।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১১:২৩
Share:

—প্রতীকী ছবি।

ভালবাসা মানে দু’টি মনের মিলন। সম্পর্ক চালানো সোজা ব্যাপার নয়। একটি সম্পর্কে ভাল থাকার জন্য দু’জনকেই দু’জনের ভালমন্দের খেয়াল রাখতে হয়, মনের কথা বুঝতে হয়। সেটা না পারলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে। ভালবাসার পথ কখনও মসৃণ হয় না। সেই পথে নানা বাধার সম্মুখীন হতে হয়। কোনও কোনও দিন যেমন স্বপ্নের মতো মনে হয়, তেমনই কয়েকটি দিন জীবনে নেমে আসে দুঃস্বপ্ন রূপে। তখন বিপরীতে থাকা সব থেকে পছন্দের মানুষটিকেই অসহনীয় মনে হয়। সম্পর্কে ভেঙে বেরিয়ে আসার চিন্তা মাথায় আসে। আর সেই চিন্তায় সহজেই হার মেনে নেন পাঁচ রাশি। শাস্ত্রমতে, রাশিচক্রের পাঁচটি রাশি সহজেই ভালবাসায় হার মেনে নেন। সম্পর্কের পথ যখনই কোনও কঠিন বাঁক নেয়, তখনই তাঁরা সেখান থেকে বেরোনোর রাস্তা খোঁজেন। সেই তালিকায় কারা রয়েছেন দেখে নিন।

Advertisement

কারা সহজেই ভালবাসায় হার স্বীকার করে নেন?

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা কৌতূহলী প্রকৃতির হন। নতুন জিনিস জানতে, যাচাই করে দেখতে পছন্দ করেন তাঁরা। কোনও ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করা পছন্দ নয় তাঁদের। সম্পর্কে বন্ধুত্বপূর্ণ আচরণ রেখে চলতেই বেশি পছন্দ করেন তাঁরা। বিপরীতে থাকা মানুষটি যখনই তাঁদের আবেগের ঘেরাটোপে আটকানোর চেষ্টা করবেন, তখনই তাঁরা সেখান থেকে পালানোর পথ খোঁজা শুরু করে দেন। যে সম্পর্কে মিথুনকে বেশি ঝঞ্ঝাটের মুখোমুখি পড়তে হয়, সেই সম্পর্ককেও বেশি দিন ধরে টেনে নিয়ে চলতে পছন্দ করেন না এঁরা।

Advertisement

কর্কট: আবেগতাড়িত রাশি হিসাবে খ্যাত কর্কটেরা একটি সম্পর্কে তাঁদের সবটা দিয়ে দেন। ভালবাসার ব্যাপারে এঁরা কখনও কার্পণ্য করেন না। আবেগের সাগরে ভেসে যান এঁরা। কিন্তু বিপরীতের মানুষটি যদি তাঁদের বিশেষ পাত্তা না দেন, তা হলে সেই মানুষকে ভুলে যেতেও এঁদের বেশি সময় লাগে না। ভালবাসা না পেলে কর্কটেরা কাউকে ভালবাসা দেন না।

তুলা: শান্তিময় পরিবেশে থাকতে পছন্দ করেন তুলা রাশির জাতক-জাতিকারা। অযথা ঝামেলায় মাথা ঘামানো এঁদের মোটেই পছন্দ নয়। সম্পর্কে যদি তিক্ততা বেড়ে যায়, তা হলে এঁরা সেই সম্পর্ক থেকে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ঝামেলা কেন হচ্ছে বা সেটাকে কী ভাবে শোধরানো যায় সেই সকল কারণ খোঁজার ধৈর্য তুলা রাশির ব্যক্তিদের নেই। সম্পর্কে চড়াই-উতরাই পছন্দ করেন না এই রাশির জাতক-জাতিকারা।

ধনু: স্বাধীনচেতা ধনু রাশির জাতক-জাতিকাদের পক্ষে গদগদ প্রেম করা মুশকিল হয়ে পড়ে। সম্পর্কে যত ক্ষণ স্বাধীনতা রয়েছে, নিজস্ব ব্যক্তিগত সময় রয়েছে, তত ক্ষণ তাঁদের কোনও অসুবিধা হয় না। কিন্তু আবেগের ঘেরাটোপ যখনই জোরালো হতে থাকে, তখনই তাঁদের পক্ষে সঙ্গীর তালে তাল মিলিয়ে চলা মুশকিল হয়ে পড়ে। শুরু হয় বিবাদ। বিবাদ বহু দিন পর্যন্ত চলতে থাকলে সেটিকে আর শোধরানোর প্রয়োজন করেন না ধনু রাশির ব্যক্তিরা। তখন সম্পর্কে ইতি টানাই তাঁদের কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়।

মীন: নিজের খেয়ালের দুনিয়ায় থাকতে পছন্দ করেন মীন রাশির জাতক-জাতিকারা। তাঁদের ভাবনার সঙ্গে যাঁরা তাল মেলাতে পারেন না, তাঁদেরকে জীবনে রাখতে পছন্দ করেন না এঁরা। এঁদের কাছে ভালবাসা মানে চকলেট, গোলাপের তোড়া, সঙ্গীর সঙ্গে পার্কের বেঞ্চে বসে মনের কথা বলা। সম্পর্ক যখনই এ সবের বাইরে কঠিন পথে চলা শুরু করে, তখনই এঁরা ভ্যাবাচ্যাকা খেয়ে যান। সেই সম্পর্ক থেকে পালানোর পথ খুঁজতে শুরু করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement