—প্রতীকী ছবি।
আমাদের সকলেরই চেনা-পরিচিত এমন বহু মানুষ রয়েছেন যাঁরা সর্বদা সব জায়গায় দেরিতে পৌঁছোন। যে কোনও ক্ষেত্রে আর কারোর দেরি হোক না হোক, উক্ত মানুষগুলির দেরি হবেই। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যান কিংবা কোনও চাকরির পরীক্ষায়, নির্দিষ্ট সময়ের পরে গিয়ে পৌঁছোনোই এঁদের স্বভাব। বহু চেষ্টা করেও কোনও জায়গায় এঁরা সঠিক সময়ে পৌঁছোতে পারেন না। সেই কারণে এঁদের নানা অকথা-কুকথাও শুনতে হয়, তা-ও সময়জ্ঞানের উদয় হয় না। শাস্ত্র বলছে, রাশিচক্রের চারটি রাশি রয়েছে যাঁরা সর্বদা সব জায়গায় সময়ের পরেই পৌঁছোন। দেরিতে পৌঁছোনোর স্বভাব তাঁদের রাশিগত প্রকৃতিতেই রয়েছে। জেনে নিন তাঁরা কারা।
কোন কোন রাশির জাতক-জাতিকারা সব জায়গায় দেরিতে পৌঁছোন?
তুলা: যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তুলা রাশির জাতক-জাতিকারা ঘেঁটে যান। ঠান্ডা মাথায় কোনও সিদ্ধান্ত এই রাশির জাতক-জাতিকারা সাধারণত নিতে পারেন না। ফলত কোথায় বেরোনোর আগে কী পরবেন, কী ভাবে সাজবেন সে সকল নানা চিন্তায় এঁদের সময় চলে যায়। সেই কারণে এঁদের দেরি হয়ে যায়।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলার থেকে, নিজের চালে চলতেই বেশি পছন্দ করেন। যাতায়াতের পথে কোনও বস্তু যদি তাঁদের মনে ঢোকে, তা হলে সেই জিনিসটি নিয়ে এঁরা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারে। কে তাঁদের জন্য অপেক্ষা করছে অথবা কোনও গুরুত্বপূর্ণ কাজে যে তাঁদের যাওয়ার রয়েছে, সে সকল চিন্তা তাঁদের মাথা থেকে বেরিয়ে যায়।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা নিজেদের ছন্দে জীবন কাটাতে ভালবাসেন। কোনও বাধাধরা সময়ের ঘেরাটোপে এঁদের ফেলা মুশকিল। সে কারণে যে কোনও জায়গায় পৌঁছোতে এঁরা দেরি করেন। নিজের মর্জিমাফিক চলতে গিয়ে এঁরা ঘড়ি নামক জিনিসটির অস্তিত্ব সম্বন্ধে ভুলেই যান। ফলত সময় সময়ের মতো গড়িয়ে যায়, আর এঁরা প্রায় সকল ক্ষেত্রে হেলেদুলে সময়ের পরে গিয়ে উপস্থিত হন।
মীন: নিজের ভাবনার জগতে মীন রাশির জাতক-জাতিকাদের অবাধ বিচরণ। এঁরা দিবাস্বপ্ন দেখতে অত্যন্ত ভালবাসেন। খেয়ালের সাগরে ভাসতে ভাসতে সময় যে কখন এঁদের পিছনে ফেলে রেখে অনেকটা আগে চলে যায় এঁরা সেটা টেরই পান না। আর যখন টের পান, তখন চেষ্টা করেও সময়ের মধ্যে গিয়ে পৌঁছোনোর সুযোগ এঁদের থাকে না। সেই কারণে মীন রাশির ব্যক্তিদের সব সময় দেরি হয়।