—প্রতীকী ছবি।
৯ অগস্ট, শ্রাবণের চতুর্থ শনিবার, অর্থাৎ রাখিপূর্ণিমায় কর্কট রাশিতে উদয় হবে বুধের। গত ২৪ জুলাই কর্কট রাশিতে বুধ অস্ত গিয়েছিল। বুধ সূর্যের নিকটতম গ্রহ। শাস্ত্রমতে, কোনও গ্রহ যদি অস্ত যায় তা হলে সেটির ফলদানের ক্ষমতাও লোপ পায়। ভাল বা খারাপ, যে কোনও ফলই সে সঠিক মাত্রায় বা প্রায় দান করতে পারে না। গ্রহটি যখন পুনরায় উদয় হয়, তখন তার কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পায়। বোধ, বুদ্ধি, জ্ঞান, পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যের কারক গ্রহ বুধ উদয় হলে পাঁচ রাশির জাতকদের ভাগ্য খুলবে। জেনে নিন তাঁরা কারা।
কোন কোন রাশি বুধের ‘ঘুম ভাঙা’র প্রভাবে লাভবান হবেন?
মেষ: রাখিপূর্ণিমার পবিত্র তিথিতে মেষের চতুর্থ ঘরে বুধের উদয় হবে। ফলে এঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি পাবে। পরিবারে সকলের ভাল হবে। আপনার যে কোনও কাজে পরিবারের সঙ্গ পাবেন। পেশাক্ষেত্রে জটিলতা দূর হবে। কর্মক্ষেত্রে আপনার যাঁরা খারাপ চান, তাঁরা চেয়েও কোনও ক্ষতি করতে পারবেন না। অর্থসমস্যার থেকেও রেহাই পাবেন।
মিথুন: বুধের উদয়ে লাভবান হবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। মিথুন রাশির প্রথম ও চতুর্থ ঘরের অধিপতি বুধ রাখিপূর্ণিমায় দ্বিতীয় ঘরে উদয় হবে। সুখবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আটকে থাকা কাজ এই সময়ে অনায়াসে মিটে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। লেখালিখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়বে।
কর্কট: কর্কট রাশির তৃতীয় ও দ্বাদশ ঘরের অধিপতি বুধ রাখিপূর্ণিমায় প্রথম ঘরে উদয় হবে। এরই সঙ্গে কর্কট রাশিতে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই রাশির জাতক-জাতিকারা সব দিক দিয়ে শুভ ফল লাভ করবেন। কর্মক্ষেত্রে সকলে আপনার গুণগান গাইবেন। টাকাপয়সা সংক্রান্ত কোনও সমস্যা আপনার কাছে ঘেঁষতে পারবে না। মনের মানুষের খোঁজ পাবেন।
কন্যা: বুধের উদয়ের ফলে কন্যা রাশির জাতক-জাতিকারা আশাতীত ফল লাভ করবেন। কন্যা রাশির প্রথম ও দশম ঘরের অধিপতি বুধ রাখিপূর্ণিমায় একাদশ ঘরে উদয় হবে। এর ফলে সমাজে সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পাবেন। জীবনে নতুন বন্ধুর সমাগম ঘটতে পারে।
ধনু: ধনু রাশির সপ্তম ও দশম ঘরের অধিপতি বুধ রাখিপূর্ণিমায় অষ্টম ঘরে উদয় হবেন। ধনু রাশির সাফল্যের পথ প্রশস্ত হবে। কোনও বড় সুখবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। ঋণের বোঝা থেকেও রেহাই মিলবে। দাম্পত্য জীবনে অশান্তির মেঘ কেটে যাবে।