—প্রতীকী ছবি।
২০২৫ মঙ্গলের বছর। এই বছরের শেষ ছয় মাস আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। কোনও কোনও রাশির এই সময় ভাল কাটলেও, অনেকের জীবনেই নানা বাধাবিপত্তি আসার আশঙ্কা দেখা যাচ্ছে। সেই কথা মাথায় রেখে এই পাঁচ মাস রাশি মেনে যদি সহজ কিছু উপায় পালন করা যায় তা হলে বিপত্তি কিছুটা হলেও কমতে পারে। যাঁদের ভাল ফল লাভের সম্ভাবনা রয়েছে, তাঁরা আরও ভাল ফল পাবেন। জেনে নিন টোটকাগুলি কী।
রাশি অনুযায়ী কোন কোন টোটকা মানতে হবে?
মেষ: ২০২৫-এর শেষ পাঁচ মাস মেষ রাশির ভালই কাটবে। পেশাক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যেতে পারে। নিজেকে কোনও প্রকার বিপদ থেকে দূরে রাখতে প্রতি সপ্তাহের মঙ্গলবার করে হনুমানজির পুজো করুন। হনুমান চালিশা পাঠ করলেও উপকার পাবেন।
বৃষ: বৃষ রাশির জীবনে এই সময় নানা পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সকল পরিবর্তন ভাল হতে পারে, আবার খারাপও হতে পারে। ব্যক্তিগত জীবনে সম্পর্কক্ষেত্রে নানা পরিবর্তন আসতে পারে। প্রতি সপ্তাহের শুক্রবার করে শ্রীকৃষ্ণ ও লক্ষ্মীদেবীর উপাসনা করতে পারেন।
মিথুন: গণেশের পুজো মিথুনের জীবনে সুদিন আনতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার করে গণপতির পুজো করতে পারেন। এই সময় কোনও চাকরির পরীক্ষায় বসলে সাফল্য লাভ করতে পারবেন। বহু দিন ধরে চলে আসা কোনও পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কিন্তু প্রেমঘটিত ব্যাপারে কষ্ট পেতে পারেন।
কর্কট: সাংসারিক কোনও ব্যাপার নিয়ে মানসিক অবসাদে ভুগতে পারেন কর্কট রাশির জাতক-জাতিকারা। বাড়ি থেকে বিয়ে করার জন্য চাপ দিতে পারে। প্রতি দিন ভোরবেলা সূর্যপ্রণাম করার ফলে সুফল লাভ করতে পারেন। তামার ঘটে জল পূর্ণ করে তার মধ্যে লাল ফুল ও চিনি দিয়ে সূর্যদেবের উদ্দেশে নিবেদন করুন।
সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা এই পাঁচ মাসে বহু দিক থেকে নানা ভাল সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সুযোগগুলি কাজে লাগান, তা হলে জীবনে ভাল বদল আসবে। কালো কুকুরকে রুটি খাওয়ান। দুঃস্থ ব্যক্তিদের সাধ্যমতো দান করুন।
কন্যা: গণেশকে দূর্বা ও মোদক দিয়ে পুজো করলে কন্যা রাশির ভাগ্য বদলে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির মুখ দেখবেন। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। তবে এই সময় ঋণ গ্রহণ থেকে বিরত থাকুন। সমস্যায় পড়তে পারেন।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসবে। সেই পরিবর্তন মঙ্গলময় হবে বলেই মনে করা হচ্ছে। কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রতি দিন সকালে সূর্যপ্রণাম করুন।
বৃশ্চিক: অতিরিক্ত আবেগতাড়িত হওয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে। সম্পর্কক্ষেত্রে ঠকার আশঙ্কা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রেও সহকর্মীর কোনও আচরণে দুঃখ পেতে পারেন। প্রতি দিন সকালে সূর্যপ্রণাম করুন। দুঃস্থদের সাধ্যমতো দান করুন।
ধনু: ২০২৫-এর শেষ পাঁচ মাস ধনু রাশির ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। নানা দিক থেকে বহু সমস্যায় জড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রবাহিত জলে একটা নারকেল ভাসালে সেই সকল সমস্যার কোপ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন।
মকর: মকর রাশির ব্যক্তিদের শারীরিক দিক দিয়ে নানা ক্ষয়ক্ষতি হতে পারে। অসুস্থতার শিকার হতে পারেন বলে মনে করা হচ্ছে, সতর্ক থাকুন। সম্পর্কক্ষেত্রেও ছেদ আসার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যাবেলা শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা সাংসারিক সুখ লাভ করবেন। স্বাস্থ্যেরও উন্নতি সাধন ঘটবে। গরিব মানুষদের সাদা রঙের জিনিস, যেমন- চাল, চিনি, দুধ প্রভৃতি দান করুন।
মীন: বুঝেশুনে খরচা করন, না হলে অর্থসঙ্কটের মুখে পড়তে পারেন। ঋণ নেওয়া বা দেওয়া থেকেও বিরত থাকুন। আবেগের বশে কোনও কাজ করবেন না, বিপদ বাড়তে পারে। প্রতি শনিবার করে শনিদেবের উপাসনা করুন।