—প্রতীকী ছবি।
২০২৫ মঙ্গলের বছর। মঙ্গল উষ্ণ গ্রহ। মঙ্গল দ্রুত গতিরও গ্রহ। অর্থাৎ, কোনও রাশিতে এই গ্রহ খুব বেশি দিন অবস্থান করে না। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলের সঙ্গে রক্ত, রক্তপাত, দুর্ঘটনা, বিবাদ, যুদ্ধ, অশান্তি, অস্ত্র, বিশেষত আগ্নেয়াস্ত্র, অগ্নি, ভূমি, বিদ্যুৎ, বজ্রপাত ইত্যাদি খারাপ জিনিসের সম্পর্ক রয়েছে। সেই কারণে এই বছর দুর্ঘটনার পরিমাণ অন্যান্য বছরের তুলনায় বেশি বলে মনে করা হচ্ছে।
মঙ্গলের প্রভাব যে সব ক্ষেত্রে জীবনে সমস্যা নিয়ে আসে তা নয়। তবে এই গ্রহ যখন কোনও অশুভ বা দুষ্ট গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করে, তখন এর ফল মারাত্মক হওয়ার শঙ্কা বৃদ্ধি পায়। শাস্ত্র বলছে, ২০২৫-এর শেষ পাঁচ মাস সকলেরই সতর্ক থাকা বাঞ্ছনীয়। বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা জরুরি। জ্যোতিষীরা জানাচ্ছেন এই বছরের শেষ পাঁচ মাসে এমন কিছু দিন রয়েছে যেগুলিতে যাত্রা শুরু করা উচিত হবে না। জেনে নিন দিনগুলি কী কী।
কোন দিনগুলিতে ভ্রমণ শুরু করা যাবে না?
অগস্ট: এই মাসের ১০, ১৯ ও ২৮ তারিখ কোনও প্রকার যাত্রা শুরু না করাই ভাল।
সেপ্টেম্বর: সেপ্টেম্বরের ৯, ১৮ ও ২৭ তারিখ ভ্রমণের জন্য অশুভ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, ৯ তারিখ ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।
অক্টোবর: ২০২৫-এর দশ নম্বর মাস অক্টোবরে ৮, ১৭ ও ২৬-এ কোনও প্রকার যাত্রা শুরু করা থেকে বিরত থাকাই ভাল হবে।
নভেম্বর: নভেম্বরের ৭, ১৬ ও ২৫ তারিখ ভ্রমণ শুরুর পরিকল্পনা না করাই ভাল হবে।
ডিসেম্বর: ২০২৫-এর শেষ মাসে ৬, ১৫ ও ২৪ তারিখ যাত্রা শুরু করা উচিত হবে না।