ছবি: মেটা এআই।
দৈনন্দিন জীবনে আমরা নিজেদের অজান্তেই এমন নানা কাজ করে থাকি যাতে আমাদেরই ক্ষতি হয়। একই সঙ্গে বাস্তুরও অমঙ্গল হয়। আমাদের রোজকার কিছু খারাপ অভ্যাসই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
এরই মধ্যে একটি হল দরজার পিছনে হুকে জামাকাপড় ঝুলিয়ে রাখা। বহু মানুষই দিনশেষে বাড়ি ফিরে পরনে থাকা পোশাক খুলে দরজার পিছনে ঝুলিয়ে দেন। অনেকে আবার ভিজে জামাকাপড়ও দরজার পিছনে ঝুলিয়ে রাখেন। এই কাজটি করা মোটেও উচিত নয়। এর ফলে আমাদের নানা দিক থেকে ক্ষতি হয়।
দরজার পিছনে জামাকাপড় ঝোলানো অশুভ কেন?
হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয়, দরজার উপরে মা লক্ষ্মীর বাস থাকে। সেই কারণে যে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা অনেকেই দরজার উপর আমপল্লবের মালা বা ফুলের মালা ঝোলাই। সেই স্থানে কখনও আমাদের ব্যবহৃত জিনিস রাখা উচিত নয়। সেই কারণে জ্যোতিষীরা দরজার পিছনে জামাকাপড় ঝোলাতে বারণ করছেন। এতে বাস্তুর অকল্যাণ হয় বলে মনে করা হয়। কেবল জামাকাপড়ই নয়, ব্যাগ, বেল্ট প্রভৃতি জিনিসও দরজার পিছনে ঝোলানো যাবে না। বদলে কোনও গৃহসজ্জার জিনিস ঝোলানো যেতে পারে। এতে লক্ষ্মীদেবী খুশি হন।
দরজার পিছনে জামাকাপড় ঝোলানোর ফলে কী হয়?