—প্রতীকী ছবি।
যে কোনও মাসের পনেরো কি কুড়ি তারিখ পেরোলে প্রায় সকলেই পরের মাস কবে আসবে সেটির দিন গুনতে থাকেন। নতুন মাস মানেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন ঢোকা। তার পরই শুরু হয় মাসের শেষ দিন পর্যন্ত সেই বেতন বাঁচিয়ে রাখার লড়াই। ভাগ্য যদি সঙ্গে থাকে তা হলে লাখ টাকা কামিয়েও মাসের অর্ধেক যেতে না যেতেই টাকার সমস্যা দেখা দিতে পারে। আবার ভাগ্য আপনার সঙ্গে থাকলে বেতন যত কমই হোক না কেন, মাসের শেষ দিন অবধি আয়েসে কেটে যাবে। অগস্টে কোন রাশির আয়ের ভাগ্য কী বলছে জেনে নিন।
মেষ রাশি: অগস্টে মেষের আয়ক্ষেত্রে রাহুর অবস্থান হলেও, শনির বক্রগতি এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্কের কারণে আয়ের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন।
বৃষ রাশি: বৃষের আয়ক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকার কারণে আয়ের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। মাসের প্রথম থেকেই বুঝে খরচ করুন।
মিথুন রাশি: মিথুনের আয়ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্ত হবে।
কর্কট রাশি: অগস্টে কর্কটের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকলেও, ক্ষেত্র অধিপতির কারণে আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।
সিংহ রাশি: সিংহের আয়ক্ষেত্রে দুই গুরুর অবস্থানের কারণে দারুণ ফল লাভ করবেন। টাকা সংক্রান্ত কোনও চিন্তা অগস্টে মাথায় আসবে না।
কন্যা রাশি: অগস্টে কন্যার আয়ক্ষেত্রে রবির অবস্থান রয়েছে। মাসের প্রথমভাগে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তিতে বাধার মুখে পড়তে হতে পারে। পরবর্তী ভাগে, অর্থাৎ রবির রাশি পরিবর্তনের পরে তুলনামূলক শুভ ফল পাবেন।
তুলা রাশি: কেতুর অবস্থান তুলা রাশির আয়ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তিতে বাধা দান করবে। ভুলভাল জিনিসের জন্য টাকা খরচ না করাই শ্রেয়।
বৃশ্চিক রাশি: বৃশ্চিকের আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থান ও শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক, এই রাশির আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তিতে বাধা দান করবে।
ধনু রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক ধনু রাশিকে সুফল দান করবে। চিন্তার কোনও কারণ নেই।
মকর রাশি: মকরের আয়ক্ষেত্র অধিপতির অবস্থান এবং দৃষ্টি সম্পর্ক অনুযায়ী আয়ের ক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
কুম্ভ রাশি: অগস্টে কুম্ভের আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
মীন রাশি: মীনের আয়ক্ষেত্রের সঙ্গে রবির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে মাসের প্রথমভাগে পূর্ণ সুফল প্রাপ্তি হবে না। পরবর্তী ভাগ তুলনামূলক শুভ।