Lucky Colour for Rakhi Purnima 2025

সম্পর্কের বন্ধনে লাগুক শুভ রঙের ছোঁয়া, আদরের ভাইয়ের হাতে সুরক্ষার ডোর বাঁধুন রাশি অনুযায়ী ‘লাকি’ রং মিলিয়ে

রাখি কেবল রংবেরঙের সুতো নয়, এটি ভাইদের মঙ্গলকামনার ডোর। তাই সঠিক রং বাছাই করে রাখি পরাতে হবে। সব রাশির জন্য সব রং শুভ নয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১১:১৮
Share:

—প্রতীকী ছবি।

চলে এল রাখিপূর্ণিমা। রাখি সম্পর্কের বন্ধনের উৎসব। এই দিন বোনেরা ও দিদিরা, ভাই এবং দাদাদের হাতে রাখি বেঁধে তাঁদের মঙ্গল কামনা করেন। অন্য দিকে দাদা ও ভাইয়েরাও সারা জীবন বোনেদের সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা নেন। আগামী ৯ অগস্ট, ২০২৫ রাখিবন্ধন উৎসব। রাখি কেবল রংবেরঙের সুতো নয়, এটি ভাইদের মঙ্গলকামনার ডোর। তাই সঠিক রং বাছাই করে রাখি পরাতে হবে। সব রাশির জন্য সব রং শুভ নয়। তাই রাশি মেনে শুভ রঙের রাখি পরানোর গুরুত্ব বিশেষ। জেনে নিন কোন রাশির জন্য কোন রং শুভ।

Advertisement

কোন রাশির জন্য কোন রঙের রাখি শুভ?

মেষ: মেষ রাশির জাতকদের জন্য লাল রঙের রাখি শুভ হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বৃষ: যদিও সকলে হরেক রঙের রাখি পরাতেই পছন্দ করেন, তবে বৃষ রাশির জন্য সাদা রঙের রাখি বেশি শুভ হবে।

মিথুন: সবুজ রঙের রাখি মিথুন রাশির জন্য শুভ।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্যও সাদা রঙের রাখিকে শুভ বলে মনে করা হচ্ছে।

সিংহ: লাল রঙের রাখি সিংহ রাশির জন্য শুভ।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সবুজ রঙের রাখি অত্যন্ত শুভ।

তুলা: গোলাপি রঙের রাখি পরালে তুলা রাশির ব্যক্তিদের মঙ্গল সাধিত হবে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের জন্য লাল রঙের রাখি শুভ হবে।

ধনু: হলুদ রঙের রাখি ধনু রাশির জন্য শুভ।

মকর: মকর রাশির জাতক-জাতিকাদের নীল রঙের রাখি পরালে বিশেষ শুভ ফলপ্রাপ্তি ঘটবে মনে করা হচ্ছে।

কুম্ভ: নীল রঙের রাখি কুম্ভ রাশির জন্যও শুভ।

মীন: মীন রাশির জন্য হলুদ রঙের রাখি অত্যন্ত শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement