ছবি: মেটা এআই।
শ্রাবণ বাবা ভোলেনাথের মাস। এই মাসে শিবের উপাসনায় বিশেষ ফল লাভ করা যায়। কিন্তু ব্যস্ত জীবনে সকলের পক্ষে নিয়ম করে, উপবাস রেখে শ্রাবণের ব্রত পালন সম্ভব হয়ে ওঠে না। কাজের চাপে সোমবারের ব্রত পালনও ঠিক করে করতে পারেন না অনেকে। কিন্তু শ্রাবণের প্রতি দিন নিরামিষ খেলে, অথবা প্রতি সোমবার উপবাস রেখে শিবের মাথায় জল ঢাললেই যে দেবাদিদেব তুষ্ট হবেন এমনটা ভাবার কোনও কারণ নেই। আপনার মন যেটুকু চাইবে, সেটুকু নিষ্ঠাভরে মহাদেবকে দিতে পারলে তিনি তাতেই খুশি হন। এ ছাড়াও একটি বিশেষ টোটকা রয়েছে। সেটি পালন করতে পারলেও দেবাদিদেব খুশি হন, দু’হাত ঢেলে আশীর্বাদ করেন। জেনে নিন বিশেষ সেই টোটকাটি কী।
শ্রাবণের বিশেষ ফলদায়ী টোটকা:
অফিস-কাছারি, সংসার প্রভৃতি সমস্ত কিছু সামলে শ্রাবণের ব্রত পালন করতে পারছেন না বলে মনখারাপ করার দরকার নেই। শ্রাবণের শেষ সোমবার সন্ধ্যাবেলা অথবা অফিস থেকে বাড়ি ফেরার পর বিশেষ একটি কাজ করুন, তা হলেই মহাদেবের কৃপা লাভ করতে পারবেন।