Impact of Mercury Transit In Cancer 2025

কর্কটে বুধের বাঁকা চাল সোজা হওয়ায় ভাগ্য খুলবে পাঁচ রাশির! মার্গী বুধের কল্যাণে শুরু হবে মঙ্গলময় সময়

বুধের বক্রগতির ফলে বহু রাশির জীবনেই নেমে এসেছিল দুর্ভাগ্যের কালো মেঘ। কিন্তু এ বার সেটি দূর হয়ে শুরু হবে সুখের সময়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ০৭:৫০
Share:

—প্রতীকী ছবি।

১১ অগস্ট ২০২৫, বুধের কর্কটে বক্রী চলনের অবসান ঘটল। ২২ জুন বুধ কর্কটে প্রবেশ করেছিল। জুলাইয়ের মাঝামাঝি সেটি বক্রগতিতে ঘোরা শুরু করেছিল। এর ফলে বহু রাশির জীবনেই দেখা দিয়েছিল অশনি সঙ্কেত। জীবনে ভুল বোঝাবুঝির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। সফলতার আভাস পাচ্ছিলেন, কিন্তু নাগাল পাওয়ার পূর্বেই সেটি দূরে চলে যাচ্ছিল। কিন্তু এ বার সেটি দূর হয়ে শুরু হবে সুখের সময়। বুধের বক্রী দশা কেটে যাওয়ার ফলে দুর্ভাগ্যের দশাও দূর হবে। পাঁচ রাশির জন্য এই সময় আশীর্বাদ রূপে নেমে এসেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

কোন কোন রাশির জন্য বুধের মার্গী সময় সুখের হবে?

মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের চতুর্থ ঘরে মার্গী হয়েছে বুধ। এর প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের লাভ হতে পারে বলে মনে করা হচ্ছে। মা-বাবার সঙ্গে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে। কর্মস্থলে উন্নতি ঘটবে।

Advertisement

মিথুন: মার্গী বুধ মিথুনের দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এর প্রভাবে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ভাল হবে। সম্পর্কক্ষেত্রে উন্নতি ঘটবে। কথার মাধুর্য বৃদ্ধি পাবে। বুদ্ধির বলে নানা কঠিন সময় থেকে নিজেকে বার করে আনতে পারবেন।

কন্যা: কন্যা রাশির একাদশ ঘরে অবস্থান করছে মার্গী বুধ। এরই সঙ্গে বুধ হল কন্যা রাশির অধিপতি গ্রহ। বুধের সোজা পথে চলা কন্যার জন্য আশীর্বাদ রূপে নেমে আসবে। ব্যবসায় লাভ বাড়বে। অতিরিক্ত আয়েরও সুযোগ দেখা যাচ্ছে। সন্তানভাগ্য ভাল বলা চলে।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকারা পেশাক্ষেত্রে দারুণ উন্নতির সুযোগ পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের মুখ দেখবেন। যে কাজে হাতে দেবেন, তাতেই সফল হবেন। সমাজে আপনার নামডাক বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনেও শুরু হবে সুখের সময়।

ধনু: রাশিচক্রের নবম রাশি ধনুর অষ্টম ঘরে মার্গী হয়েছে বুধ। এর প্রভাবে ধনু রাশির ব্যক্তিরা নানা দিক থেকে লাভবান হওয়ার সুযোগ পাবেন। সাফল্য লাভের জন্য বেশি পরিশ্রমও করতে হবে না। অল্প পরিশ্রমেই চমকে দেওয়ার মতো ফল লাভ করবেন। পেশাক্ষেত্রে সকলে আপনার গুণগান গাইবেন। অর্থভাগ্যের উন্নতি ঘটবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement