Foot Astrology

কারও পায়ের বুড়ো আঙুল পাশেরটির থেকে লম্বা, কারও সব ক’টি সমান! পৃথক আকৃতির আঙুলের মানুষদের চরিত্রও হয় ভিন্ন

শরীরের প্রতিটি অংশেরই নিজস্ব বিশেষত্ব রয়েছে। আমাদের পায়ের আঙুলের আকৃতি বিচার করে অনেক কিছু বলে দেওয়া যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৮:২৫
Share:

—প্রতীকী ছবি।

দেহের নানা অঙ্গের আকার-আকৃতির বিচার করে আমাদের ব্যক্তিত্ব সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া যায়। সাহায্য করে জ্যোতিষশাস্ত্র। শরীরের প্রতিটি অংশেরই নিজস্ব বিশেষত্ব রয়েছে। সেগুলি লক্ষ্য করলেই কিছুটা হলেও বলে দেওয়া যায় কোন মানুষ কেমন প্রকৃতির। অথবা, উক্ত মানুষের মধ্যে কী কী গুণ বা খারাপ দিক বর্তমান। তেমনই আমাদের পায়ের আঙুলের আকৃতি বিচার করে অনেক কিছু বলে দেওয়া যায়। জেনে নিন, কোন পায়ের আঙুলের মানুষ কেমন প্রকৃতির হন।

Advertisement

কোন পায়ের আঙুলের মানুষ কেমন হন?

  • যে সকল মানুষদের পায়ের বুড়ো আঙুলের আকৃতি অন্যান্য আঙুলের আকৃতির সমান হয়, তাঁরা শান্ত স্বভাবের হন বলে মনে করা হয়। এঁরা সরল ও সংবেদনশীল হন। যে কোনও প্রকার বিরোধ এড়িয়ে চলতে পছন্দ করেন। তবে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এঁরা পিছিয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রে এঁরা প্রচণ্ড বিশ্বস্ত হন।
Advertisement
  • যাঁদের পায়ের বুড়ো আঙুল অন্যান্য আঙুলের তুলনায় বড়, তাঁরা আত্মবিশ্বাসী হন। একই সঙ্গে এঁরা একটু একগুঁয়ে প্রকৃতিরও হয়ে থাকেন। জীবনের সকল অভিজ্ঞতা থেকে এঁরা সিদ্ধান্ত নেন, এবং পরবর্তী কালে সেটিকে কাজে লাগান। নিজের নেওয়া সিদ্ধান্তের উপর এই সকল মানুষের পূর্ণ আস্থা থাকে। তাঁদের এই আচরণ কখনও কখনও সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
  • যে সকল মানুষের পায়ের বুড়ো আঙুল দ্বিতীয় ও তৃতীয় আঙুলের সমান হয় এবং বাকি দু’টি আঙুল ছোট হয়, তাঁদের পরিবারের প্রতি প্রেম অন্যদের ছাপিয়ে যায়। এঁরা অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল হন। অন্যদের সাহায্য করার ব্যাপারে এঁরা কখনও পিছপা হন না। এই মানুষেরা সর্বদা পজ়িটিভ চিন্তা করতে পছন্দ করেন। এঁদের চোখ বুজে বিশ্বাস করা যায়।
  • যাঁদের পায়ের দ্বিতীয় আঙুল, বুড়ো আঙুলের তুলনায় বড় এবং বাকি আঙুল ছোট, তাঁদের ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে ভাগ্য বদলাতে হয়। সেই কারণে এঁরা ছোটবেলা থেকেই অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল হন। নতুন কিছু জানা বা শেখার ব্যাপারে এঁদের প্রচণ্ড আগ্রহ থাকে। কিন্তু প্রচুর খাটনির পরও এঁদের ভাগ্যে সহজে সফলতা আসে না। সাধারণত তিরিশের কোঠা পেরোলে এঁরা সফলতার স্বাদ পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement