Astro Remedies For Loan Problem

একে অর্থকষ্ট, দোসর পাহাড়সম ঋণের বোঝা! দেনার চাপকে ‘গুডবাই’ বলতে মানুন সহজ কিছু টোটকা

টাকা ধার নিয়ে সেটা সঠিক সময়ে ফেরত না দিতে পারা যেমন লজ্জার, তেমনই দুশ্চিন্তার। জ্যোতিষশাস্ত্রে এই জটিল সমস্যারও সহজ সমাধানের উল্লেখ রয়েছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১১:৪৪
Share:

ছবি: মেটা এআই।

বর্তমান দুর্মূল্যের বাজারে প্রায় সকল মানুষকেই কখনও না কখনও ঋণ নিতে হয়। কেউ শখপূরণের উদ্দেশ্যে নেন, কেউ আবার দায়িত্ব পালনের জন্য। জীবনে চলার পথে প্রায় প্রত্যেক মানুষকেই কখনও না কখনও ঋণের বোঝা বহন করতে হয়। টাকা ধার নিয়ে যত ক্ষণ না পর্যন্ত সেটা শোধ করা যায়, তা নিয়ে মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে। ঋণ নিয়ে অনেকে নানা সমস্যার সম্মুখীনও হন। টাকা ধার নিয়ে সেটা সঠিক সময়ে ফেরত না দিতে পারা যেমন লজ্জার, তেমনই দুশ্চিন্তার। জ্যোতিষশাস্ত্রে এই জটিল সমস্যারও সহজ সমাধানের উল্লেখ রয়েছে। জেনে নিন সেগুলি কী।

Advertisement

ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার টোটকা:

১. প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার করে বজরংবলির আরাধনা করুন। হনুমানজি প্রসন্ন হলে অর্থসমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফলত সময়ের টাকা সময়ে মেটানোর ক্ষেত্রেও সুবিধা হয়।

Advertisement

২. শনিদেবের পুজো করুন। শনিদেব যদি এক বার কারও উপর সুদৃষ্টি বর্ষান, তা হলে উক্ত মানুষের জীবনে আর কোনও সমস্যা থাকে না। শনিবার করে সন্ধ্যাবেলা শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন। একই সঙ্গে নিয়মিত কালো কুকুরকে রুটি খাওয়ান।

৩. সাধ্যমতো দান করুন। অর্থভাগ্য যখন খারাপ থাকে, তখন দান করা মুশকিলের হয়ে পড়ে বইকি! কিন্তু দানের ক্ষেত্রে সর্বদা যে প্রচুর কিছু দান করতে হবে এমনটা নয়, পাঁচ জন গরিব মানুষকে মন থেকে ডাল-ভাত খাওয়ালেও ভগবান আপনাকে দু’হাত তুলে আশীর্বাদ করবেন।

৪. রাহুকে তুষ্ট রাখার মতো কাজ করুন। বাড়িঘর পরিষ্কার রাখুন। অযথা মাথা গরম করবেন না।

৫. সম্ভব হলে বাড়িতে লক্ষ্মী-কুবের যন্ত্র এনে রাখুন। প্রতি দিন সেটিকে ধূপকাঠি দেখান। এতে অর্থসমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement