Radha Ashtami 2025

কৃষ্ণের জন্মতিথির পরই আসে তাঁর প্রেমিকা রাধার জন্মতিথি! কবে পড়েছে রাধাষ্টমী? ব্রতপালনের সময় কখন?

রাধাষ্টমী পালনের মাহাত্ম্য অনেক। পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০৭:৩১
Share:

—প্রতীকী ছবি।

ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রীরাধার পবিত্র জন্মতিথি। এই তিথি রাধাষ্টমী নামে পরিচিত। মথুরার বারসনা হল শ্রীরাধার জন্মস্থান। এই পবিত্র তিথিতে রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে এসেছিলেন শ্রীরাধা। পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয়।

Advertisement

আগামী ৩১ অগস্ট, ১৪ ভাদ্র, রবিবার শ্রীশ্রী রাধাষ্টমী ব্রত।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

Advertisement

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ১৩ ভাদ্র, শনিবার।

ইংরেজি– ৩০ অগস্ট, শনিবার।

সময়– রাত ১০টা ৪৮ মিনিট।

অষ্টমী তিথি শেষ—

বাংলা– ১৪ ভাদ্র, রবিবার।

ইংরেজি– ৩১ অগস্ট, রবিবার।

সময়– রাত ১২টা ৫৮ মিনিট।

অমৃতযোগ: সকাল ৬টা ১২ মিনিট গতে ৯টা ৩২ মিনিটের মধ্যে, পুনরায় রাত ৭টা ২৪ মিনিট গতে ৮টা ৫৬ মিনিটের মধ্যে।

মাহেন্দ্রযোগ: ভোর ৬টা ১২ মিনিটের মধ্যে, পুনরায় ১২টা ৫১ মিনিট গতে ১টা ৪২ মিনিটের মধ্যে, পুনরায় রাত ৬টা ৩৮ মিনিট গতে ৭টা ২৪ মিনিটের মধ্যে, পুনরায় ১১টা ৫৯ মিনিট গতে ৩টে ৪ মিনিটের মধ্যে।

শ্রীশ্রী রাধারানি দেবীর শুভ আবির্ভাব তিথি, শ্রীশ্রী রাধাষ্টমী এবং দূর্বাষ্টমী ব্রত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ১৩ ভাদ্র, শনিবার।

ইংরেজি– ৩০ অগস্ট, শনিবার।

সময়– রাত ৮টা ৮ মিনিট।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ১৪ ভাদ্র, রবিবার।

ইংরেজি– ৩১ অগস্ট, রবিবার।

সময়– রাত ১০টা ২ মিনিট ৪৪ সেকেন্ড।

অমৃতযোগ: সকাল ৬টা ১০ মিনিট ২৮ সেকেন্ড গতে ৯টা ৩১ মিনিট ২২ সেকেন্ডের মধ্যে, পুনরায় রাত ৭টা ২৫ মিনিট ৮ সেকেন্ড গতে ৮টা ৫৬ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত।

মাহেন্দ্রযোগ: ভোর ৬টা ১০ মিনিটের মধ্যে, পুনরায় ১২টা ৫২ মিনিট ১৫ সেকেন্ড গতে ১টা ৪২ মিনিট ২৮ সেকেন্ড পর্যন্ত, পুনরায় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট ২২ সেকেন্ড গতে ৭টা ২৫ মিনিট ৮ সেকেন্ডের মধ্যে, পুনরায় ১১টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ড গতে ৩টে ২ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত।

শ্রীশ্রী রাধারানি দেবীর শুভ আবির্ভাব তিথি, শ্রীশ্রী রাধাষ্টমী এবং দূর্বাষ্টমী ব্রত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement