Kaushiki Amavasya 2025

কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হয়! কবে এই বিশেষ দিন? পুজোর শুভ সময় কখন?

তন্ত্রশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্রসাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ০৭:২৭
Share:

—প্রতীকী ছবি।

অশুভ শক্তি বিনাশের তিথি হল কৌশিকী অমাবস্যা। ভগবান ব্রহ্মার বর প্রাপ্তির পর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায়। শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত এবং অতিষ্ঠ হয়ে ওঠে। সেই অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশে দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে। তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত। ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান। তন্ত্রশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্রসাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

অমাবস্যা তিথি শুরু—

Advertisement

বাংলা- ৫ ভাদ্র, শুক্রবার।

ইংরেজি- ২২ অগস্ট, শুক্রবার।

সময়- সকাল ১১টা ৫৮ মিনিট।

৫ ভাদ্র, ২২ অগস্ট, শুক্রবার অমাবস্যার নিশি পালন।

অমাবস্যা তিথি শেষ—

বাংলা- ৬ ভাদ্র, শনিবার।

ইংরেজি- ২৩ অগস্ট, শনিবার।

সময়- সকাল ১১টা ৩৭ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অমাবস্যা তিথি শুরু—

বাংলা- ৫ ভাদ্র, শুক্রবার।

ইংরেজি- ২২ অগস্ট, শুক্রবার।

সময়- সকাল ১১টা ৫৪ মিনিট ১৭ সেকেন্ড।

৫ ভাদ্র, ২২ অগস্ট, শুক্রবার অমাবস্যার নিশি পালন।

অমাবস্যা তিথি শেষ—

বাংলা- ৬ ভাদ্র, শনিবার।

ইংরেজি- ২৩ অগস্ট, শনিবার।

সময়- সকাল ১২টা ২২ মিনিট ৪২ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement