—প্রতীকী ছবি।
২২ অগস্ট ২০২৫, শুক্রবার কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে বলে বিশ্বাস করা হয়। তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে ভয়ঙ্কর এক দেবীর সৃষ্টি করেন। তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত। ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত।
তারাপীঠে কৌশিকী অমাবস্যা তিথিতে আড়ম্বরের সঙ্গে মা তারার পুজো করা হয়। ভক্তের সমাগমে মন্দির চত্বর গমগম করে। এ ছাড়া অনেকের বাড়িতেও পুরোহিত ডেকে মা তারার পুজো করা হয়ে থাকে। এই তিথিতে মা তারার উপাসনা করে তাঁর কাছে মনের বাসনা জানালে সেটি পূরণ হয় বলে বিশ্বাস রয়েছে। কিন্তু সকলের পক্ষে পুরোহিত দিয়ে পুজো করানো বা মন্দিরে গিয়ে মনোবাঞ্ছা জানানো সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে বাড়িতেও সহজ কয়েকটি নিয়ম মেনে মা তারার পুজো করা যেতে পারে। তবে তান্ত্রিকমতে পুজো করতে গেলে শক্তিমন্ত্র বা তারামন্ত্রে দীক্ষা থাকা জরুরি। না হলে প্রতি দিনের পুজোর মতো করেই মা তারার পুজো করা যেতে পারে। ভক্তের ডাকে দেবী নিশ্চয়ই সাড়া দেবেন। জেনে নিন সেগুলি কী কী।
কৌশিকী অমাবস্যায় বাড়িতে মা তারার পুজো করার নিয়মবিধি:
১. মা তারার ছবি বা মূর্তিটিকে প্রথমে ভাল করে পরিষ্কার করতে হবে। তার পর সেটিকে লাল জবা দিয়ে সাজাতে হবে। লাল জবার মালা দিতে পারলে খুব ভাল হয়। তবে অন্যান্য ফুলের মালাও দেওয়া যেতে পারে।
২. দেবীর ভোগে পাঁচ রকম ফল ও পাঁচ রকম মিষ্টি দিতে হবে।
৩. এই দিন উপবাস রেখে দেবীর পুজো করতে পারলে খুব ভাল হয়। তবে উপবাস না রাখলেও নিরামিষ আহার গ্রহণ করাই কাম্য। স্নানের পর শুদ্ধ বসনে দেবীর পুজোয় বসতে হবে।
৪. পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ভক্তিভরে মা তারার পুজো করার পর নিজের মনোবাসনা জানাতে হবে।
৫. কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। এঁটো বাসন জমিয়ে রাখা যাবে না। এতে মা তারা রুষ্ট হতে পারেন।