Hanuman Chalisa Reciting Rules

হনুমান চালিশা পড়ার সময় নির্দিষ্ট দিকে মুখ করে বসতে হয়, মুখে রাখতে হয় বিশেষ পাতা! না হলে মনোবাঞ্ছা পূর্ণ হয় না

হনুমান চালিশা পাঠের নানা নিয়ম রয়েছে। সেগুলি সঠিক উপায় মেনে পাঠ না করলে লাভের লাভ হবে না। উল্টে সময় আরও খারাপ হয়ে যেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১১:৫৩
Share:

—প্রতীকী ছবি।

বহু মানুষই নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন। কিন্তু মনের মতো ফলপ্রাপ্তি ঘটে না। নিষ্ঠাভরে হনুমান চালিশা পাঠের পরও বজরংবলির কৃপা লাভ করেন না। ফলে মনক্ষুণ্ণ হন। অনেকে বজরংবলির উপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলেন। কিন্তু আপনি সঠিক নিয়ম মেনে সেটি পাঠ করছেন তো? হনুমান চালিশা পাঠেরও নানা নিয়ম রয়েছে। সেগুলি সঠিক উপায় মেনে পাঠ না করলে লাভের লাভ হবে না। উল্টে সময় আরও খারাপ হয়ে যেতে পারে।

Advertisement

হনুমান চালিশা পাঠের নিয়মকানুন:

  • অনেকেই সকালে ঘুম থেকে উঠে স্নানের পর হনুমান চালিশা পাঠ করেন। কিন্তু এটি হনুমান চালিশা পাঠের সঠিক সময় নয়। সন্ধ্যাবেলা বা রাতে ঘুমোতে যাওয়ার আগে হনুমান চালিশা পাঠ করতে হয়। তা হলেই উপকৃত হওয়া যায়।
Advertisement
  • হনুমান চালিশা পাঠ করার সময় সর্বদা পূর্ব দিকে মুখ করে বসতে হয়।
  • অনেকেই মনে করেন যে মেয়েরা হনুমান চালিশা পড়তে পারেন না। তবে, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। মেয়ে এবং ছেলে, উভয়েই হনুমান চালিশা পাঠ করতে পারেন। সঠিক নিয়ম মেনে পড়া বাঞ্ছনীয়।
  • হনুমান চালিশা পাঠের সময় মুখে তুলসীপাতা রাখা আবশ্যক। কিন্তু সূর্যাস্তের পর এই পাতা ছেঁড়া যাবে না। সকালে তুলসীপাতা ছিঁড়ে রাখতে হবে, সন্ধ্যা বা রাতে পড়ার সময় সেটিকে মুখে রাখতে হবে। হনুমান চালিশা পাঠের পর সেটিকে জল দিয়ে গিলে নিতে হবে।
  • মেটে সিঁদুরে সর্ষের তেল বা তিল তেল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে। হনুমান চালিশা পাঠের পর সেই মিশ্রণটি গলার কাছে ও বুকের মধ্যে টিপের আকারে লাগিয়ে দিতে হবে। মেটে সিঁদুর না পেলে সাধারণ লাল সিঁদুর দিয়েও এই টিপ পরা যেতে পারে। এই টিপ ভুলেও সিঁথিতে পরবেন না, বিশেষ করে মেয়েরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement