—প্রতীকী ছবি।
রোগব্যাধি খুবই খারাপ জিনিস। বহু ক্ষেত্রেই দেখা যায় একটি বাড়িতে একের পর এক মানুষ অসুস্থতার শিকার হতেই থাকেন। আজ জ্বর, পরশু পেটখারাপ, কিছু দিন পরই আবার কোমরে ব্যথা এমন নানা প্রকার ব্যামো বাড়ির সদস্যদের পিছু ছাড়তে চায় না। এমন অবস্থায় অবশ্যই চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত। কিন্তু তারই সঙ্গে জ্যোতিষশাস্ত্রের সাহায্যও নেওয়া যেতে পারে।
শাস্ত্রে মানবজীবনের সকল সমস্যা থেকেই মুক্তি পাওয়ার কিছু না কিছু টোটকার কথা বলা রয়েছে। সেগুলি নিষ্ঠাভরে পালন করলে সমস্যাগুলি থেকে রেহাই পাওয়া সম্ভব। অনেকেই সে সকল উপায় মেনে উপকৃত হন। বাড়িতে যদি একের পর এক সদস্য নানাবিধ রোগের শিকার হয়ে চলেন তা হলে কার্যকরী এই উপায় মেনে দেখতে পারেন।
রোগ থেকে মুক্তি পেতে কী উপায় মানবেন?
উপায়টি পর পর সাতটি সোমবার পালন করতে হবে। দু’টি করে চন্দনকাঠের টুকরো নেবেন। তার পর সেগুলি শিবমন্দিরে গিয়ে গুপ্ত ভাবে দান করবেন। দান করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় সেটা খেয়াল রাখতে হবে। বাজার থেকে চন্দনকাঠ কিনে এনে সেটিকে টুকরো টুকরো করে কেটে দান করলেও চলবে। তবে কাঠটি যেন আসল চন্দনেরই কাঠ হয় সেটা অবশ্যই যাচাই করে নেবেন। যে সোমবার এই কাজটি শুরু করবেন, তার পর ক্রমানুসারে ছ’টি সপ্তাহে এই কাজ করা আবশ্যিক। মাঝে কোনও সোমবার বাদ গেলে চলবে না।