Astrological Ways To Control Husband’s Anger

স্বামী প্রায়ই রণমূর্তি ধারণ করেন? চিৎকার করে বাড়ি মাথায় তোলেন? পতির চণ্ডালরাগ বশে রাখুন সহজ উপায়ে

জ্যোতিষশাস্ত্রে রাগ নিয়ন্ত্রণে রাখার কার্যকরী কিছু টোটকার কথা বলা রয়েছে। কিন্তু স্বামী সেই সকল টোটকা মানতে রাজি হবেন কি না সেটা নিয়ে ভাবছেন তো? বিশেষ এক টোটকা রয়েছে যেটি পালনে স্বামীর তেমন কোনও ভূমিকাই নেই।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৪:২৯
Share:

ছবি: মেটা এআই।

অতিরিক্ত রাগ কখনওই ভাল না। এতে সংসারের অমঙ্গল হয়। ক্রোধের কারণে যে কোনও ক্ষেত্রেই বহু সমস্যার মুখে পড়তে হয়। স্বামীর রাগ যদি বেশি হয়, সে ক্ষেত্রে বিবাহিত জীবন সুখের হয় না। দাম্পত্য সম্পর্কে সমস্যা লেগেই থাকে। অনেক সময় সেই সমস্যা এত বড় আকার ধারণ করে যে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। যে মানুষের নিজের রাগের উপর নিয়ন্ত্রণ নেই, সেই মানুষের সঙ্গে সম্পর্কে থাকা চাপের ব্যাপার। বাড়ির অন্যান্য সদস্য, এমনকি বাচ্চাদেরও সেই রাগের জের পোহাতে হয়। এতে সমস্যা আরও বৃদ্ধি পায়।

Advertisement

জ্যোতিষশাস্ত্রে রাগ নিয়ন্ত্রণে রাখার কার্যকরী কিছু টোটকার কথা বলা রয়েছে। কিন্তু স্বামী সে সকল টোটকা মানতে রাজি হবে কি না সেটা নিয়ে ভাবছেন তো? বিশেষ এক টোটকা রয়েছে যেটি পালনে স্বামীর বিশেষ কোনও ভূমিকাই নেই। আপনি নিজে থেকে উদ্যোগ নিয়ে টোটকাটি পালন করলেই কাজ হবে। জেনে নিন টোটকাটি কী।

স্বামীর রাগকে বশে আনার টোটকা:

Advertisement

উপায়টি পর পর সাতটা বৃহস্পতিবার পালন করতে হবে। ভোরবেলা স্বামী যখন ঘুমোবেন, তখন তাঁর মাথার চারিপাশে এক চামচ হলুদ ও এক চামচ বেসন নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর ঘোরান। তার পর সেই হলুদ ও বেসন একটি বাটির মধ্যে নিয়ে তাতে অল্প গঙ্গাজল দিয়ে একটা মণ্ডের মতো বানান। এ বার সেটি দিয়ে একটা প্রদীপ বানিয়ে রোদে শুকোন। সেই দিনই স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে প্রদীপটির মধ্যে সর্ষের তেল বা তিলের তেল দিয়ে কলাগাছের তলায় জ্বালিয়ে রেখে দিন। উপকার পাবেন। স্বামীর ব্যবহারে পরিবর্তন দেখতে পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement