—প্রতীকী ছবি।
কর্মক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র, এমনকি বাড়িতেও এমন কিছু মানুষ থাকেন যাঁরা যে কোনও ঘটনার নেপথ্যকারণ কী সেটার সবটাই জানে। অথবা, কাদের মধ্যে কী নিয়ে কেন ঝামেলা হচ্ছে সেটারও পুঙ্খানুপুঙ্খ তথ্য তাঁদের কাছে থাকে। তেমনই কিছু রাশি মানুষের মন পড়ার ক্ষেত্রে এগিয়ে থাকেন। এঁরা গভীর জ্ঞানসম্পন্ন হন। কিন্তু এঁদের হাবভাব দেখে মনে হয় যে এঁরা কিছুই জানেন না। এই সমস্ত ব্যক্তিদের দেখে মনে হয় সহজ-সরল। তবে কার মনে কী চলছে সেটা এঁরা এক লহমায় ধরে ফেলেন। রাশিচক্রের তিন রাশি এক জন মানুষের মনে কী চলছে সেটা বোঝার ব্যাপারে অন্যদের থেকে এগিয়ে থাকেন। জেনে নিন তাঁরা কারা।
কোন তিন রাশি মানুষের মন পড়তে পারেন?
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের সহজে ঠকানো যায় না। কারণ তাঁদের মধ্যে মানুষের মনের কথা বোঝার অসীম ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। এঁদের বিপরীতে থাকা মানুষটির মনে কী চলছে, সে সত্যি বলছে না মিথ্যা প্রায় সবটাই বুঝতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা। কর্মক্ষেত্র বা অন্য কোথাও, কাদের মধ্যে কী চলছে না চলছে সেই সকল খবরও কর্কটের কাছে পাওয়া যায়। কিন্তু এঁদের হাবভাব দেখে মনে হয় যে তাঁরা কিছুই জানেন না। মানুষকে বোকা বানানোর ব্যাপারে এঁরা শীর্ষস্থানে থাকেন।
তুলা: বোকা সেজে মানুষের মনে কী চলছে সেটা বুঝে নেওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন তুলা রাশির জাতক-জাতিকারা। এঁরা মানুষের সঙ্গে মিলেমিশে চলতে, কথা বলতে পছন্দ করেন। ফলত কার মনের ভিতর কী লুকিয়ে রয়েছে সেটা বুঝতে এঁদের বেশি কাঠখড় পোড়াতে হয় না। যে কোনও পরিস্থিতির পর্যালোচনা করার ব্যাপারে এঁরা অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন। তুলা রাশির থেকে তাই কোনও কথা লুকিয়ে রাখা সহজ নয়। এঁরা মানুষের দেহের চলন দেখেই সমস্ত কিছু বুঝে নিতে পারেন।
ধনু: ধনু রাশির ব্যক্তিরাও সহজেই কার মনে কী চলছে সেটা ধরে ফেলতে পারেন। কেউ যদি গোপনে এঁদের ক্ষতি করার ছক কষেন, তা হলে সেটাও ধনু রাশির ব্যক্তিরা আগে থাকতে বুঝতে পারেন। ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে মুখে এঁদের সঙ্গে ভালমানুষি করে কেউ পার পান না। কোন মানুষ এঁদের সঙ্গে কী জন্য মিশছেন সেটা এই রাশির ব্যক্তিরা আগে থাকতেই বুঝতে পারেন। কিন্তু ধনু রাশিকে দেখে তাঁদের এই বিচক্ষণতার ব্যাপারে জানতে পারা যায় না। কারণ এঁরা নিজেরা বোকা সেজে থাকতে পছন্দ করেন।