—প্রতীকী ছবি।
বাংলা বছরের পঞ্চম মাস হল ভাদ্র। অগস্টের ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এই মাস। শাস্ত্রমতে, ভাদ্র মানে যিনি কল্যাণ দান করেন। এরই সঙ্গে ভাদ্রপদ মানে হল ভাল ফল প্রদানের মাস। ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশের জন্মমাস। এই মাস জুড়ে বিশেষ কিছু টোটকা পালনে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে। জেনে নিন সেই টোটকাগুলি কী কী।
টোটকা:
১. যে হেতু ভাদ্র গণেশের জন্মমাস, তাই এই মাস জুড়ে গণেশের উপাসনা করলে বিশেষ ফলপ্রাপ্তি হয়। জীবনে সমৃদ্ধি আসে। প্রতি দিন গণপতিকে মোদক বা লাড্ডু ও দূর্বা অর্পণ করতে হবে। এরই সঙ্গে লাল রঙের ফুল দিতে পারলে খুব ভাল হয়।
২. যদিও এই বছর জন্মাষ্টমী শ্রাবণে পড়েছে, কিন্তু ভাদ্র মাসেই কৃষ্ণ ধরাধামে এসেছিলেন। তাই এই মাস জুড়ে কৃষ্ণের আরাধনাতেও দারুণ ফল লাভ হবে। প্রতি দিন গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে।
৩. আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিয়মিত শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ করতে পারেন।
৪. এই মাসে প্রতি দিন শ্রীকৃষ্ণকে তুলসীপাতা নিবেদন করে দেখুন। খুব ভাল ফল পাবেন। একই সঙ্গে চায়ের মধ্যে তুলসীপাতা দিয়ে খেলেও খুব ভাল হয়। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বলে কথিত রয়েছে।
৫. ভাদ্র মাসে দই ও কাঁচা খাবার না খাওয়াই ভাল বলে বিশ্বাস করা হয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়তে পারে।