—প্রতীকী ছবি।
বর্তমান যুগে প্রায় সব মা-বাবার কাছেই চিন্তার বিষয় হল বাচ্চাদের অতিরিক্ত মোবাইল দেখা। সারা দিনেরপড়াশোনার চাপের মধ্যেও বাচ্চারা মুখিয়ে থাকে কখন তারা মোবাইল হাতে নিয়ে বসতে পারবে। বর্তমান যুগে লেখাপড়ার কাজে মোবাইলের প্রয়োজন পড়লেও, বাচ্চারা অন্যান্য বহু কাজে মোবাইল ব্যবহার করে থাকে। সেটি বাবা-মায়ের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান করতে জ্যোতিষশাস্ত্র নিয়ে এসেছে বিশেষ কিছু উপায়। সেগুলি পালন করলে বাচ্চাদের মোবাইলের নেশা অনেকাংশে কমে আসতে পারে।
দেখে নেব উপায়গুলো:
১) রুপোর একটা পাতলা এবং বর্গাকার পাত নিতে হবে। রুপোর সেই পাতের দু’দিকে লাল রং করে দিতে হবে। তার পর আপনার বাচ্চা যে মোবাইলটা ব্যবহার করে, সেটির কভারের পিছনের দিকে সেই পাতটা ঢুকিয়ে রেখে দিতে হবে। বর্গাকার ছাড়া অন্য কোনও আকারের পাত নেওয়া যাবে না। এতে কাজ হবে না।
২) অভিভাবক-অভিভাবিকাকে বাজার থেকে লাল রঙের হাতে বাঁধার সুতো কিনে আনতে হবে। এ বার স্নান সেরে সেই সুতো ও জল হাতে নিয়ে হনুমানজির সামনে দাঁড়িয়ে ১০৮বার হনুমান চালিশা পাঠ করতে হবে। পাঠ শেষে সুতোটায় তিন বার ফুঁ দিয়ে সাতটা পাকে সন্তানের হাতে বেঁধে দিন। তবে খেয়াল রাখতে হবে, লাল সুতোর সঙ্গে হলুদ রং অথবা সবুজ রং যেন মেশানো না থাকে। এই উপায়ের ক্ষেত্রে সম্পূর্ণ লাল রঙের সুতোই নিতে হবে।
৩) ১১টা ময়ূরের পালক নিন। যে ঘরে আপনার বাচ্চা থাকে, ঘুমোয় বা লেখাপড়া করে, সেই ঘরে উল্টো করে ময়ূরের পালকগুলো লাগিয়ে দিন। এতেও খুব ভাল ফল পাওয়া যাবে।
৪) প্রতি দিন বাচ্চার মাথায়, জিভে এবং নাভিতে কেশরের তিলক লাগান।