Astro Tips

সফলতার সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে বার বার হোঁচট খাচ্ছেন? বাধা কাটিয়ে জীবনকে বশে আনবে সহজ একটি উপায়

দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই আমরা নানা ভুল করে বসি। সেই কারণে সফলতার পথে নানা প্রকার বাধার সম্মুখীন হতে হয়। এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়ের কথা বলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১২:০৩
Share:

—প্রতীকী ছবি।

সকলেই সাফল্যের চূড়ায় পৌঁছোতে চান। সেই কারণে প্রয়োজনীয় পরিশ্রমও করেন। কিন্তু তা-ও অনেক সময় দেখা যায় প্রচুর খাটনির পরেও উপযুক্ত ফল লাভ হচ্ছে না। সাফল্যের পথে একের পর এক বাধা চলেই আসছে। বহু চেষ্টা করেও সেই সকল বাধাকে কাটিয়ে সফলতার শিখরে পৌঁছোনো যাচ্ছে না। সেই অবস্থায় মন ভেঙে যায়। বহু মানুষই এই কঠিন সময়ে হাল ছেড়ে দেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এ রকমটা কেন হয়?

Advertisement

দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই আমরা নানা ভুল করে বসি। যার ফলে নানা গ্রহ বা দেবতারা আমাদের উপর রুষ্ট হন। এর ফলে সফলতার পথে নানা প্রকার বাধার সম্মুখীন হতে হয়। জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়ের কথা বলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। জেনে নিন সেটি কী।

উপায়:

Advertisement

প্রতি সপ্তাহের বুধবার করে উপায়টি পালন করতে হবে। প্রথমত, শৌচাগার নোংরা রাখা যাবে না। প্রতি দিন শৌচাগার পরিষ্কার করতে না পারলেও, প্রতি বুধবার করে অবশ্যই শৌচাগার পরিষ্কার করতে হবে। এরই সঙ্গে একটা কাচের বাটিতে আট-দশটি লবঙ্গ নিয়ে সেটির মধ্যে কিছুটা ফটকিরি দিয়ে শৌচাগারে রেখে দিয়ে হবে। প্রতি সপ্তাহে পুরনো লবঙ্গ ও ফটকিরি ফেলে দিয়ে, বাটি ধুয়ে নতুন করে লবঙ্গ ও ফটকিরি রাখতে হবে। টানা দু’মাস এই উপায়টি পালন করতে হবে। সফলতার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement