Lottery Horoscope Prediction

অগস্টের শেষ সপ্তাহে সকলেরই প্রাপ্তির ভাগ্য নড়বড়ে! সপ্তাহের কোন সময়ে লটারি কেটে লাভবান হবেন দেখে নিন

প্রায় সকল মানুষেরই মনে হয় হঠাৎ অনেক টাকা পাওয়া গেলে খুব ভাল হত। সেই আশা পূরণ করতে পারে লটারি। কিন্তু ফটকা খেলার আগে ভাগ্য যাচাই করে নেওয়া আবশ্যিক।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১১:০৮
Share:

—প্রতীকী ছবি।

অগস্ট শেষের পথে। পরের মাসেই পুজো। প্রায় সকল বাঙালি হিন্দুই এখন পুজোর কেনাকাটা করতে ব্যস্ত। এই সময় প্রায় সকলেরই মনে হয় হাতে যদি হঠাৎ অনেক টাকা পাওয়া যেত তা হলে খুব ভাল হত। সেই আশা পূরণের লক্ষ্যে লটারি কাটতেই পারেন। কারণ, লটারি খেলে হঠাৎ অর্থপ্রাপ্তি সম্ভব। কিন্তু ফটকা খেলার আগে ভাগ্য যাচাই করে নেওয়া আবশ্যিক। অগস্ট মাসের শেষ সপ্তাহ, ২৪ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন।

Advertisement

মেষ– অগস্টের শেষ সপ্তাহের প্রথম এবং মধ্য ভাগটা মেষ রাশির জন্য বেশ ভাল রয়েছে। লটারি কাটার হলে এই সময়ই কাটুন। শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

বৃষ– বৃষ রাশির অর্থভাগ্য এই সপ্তাহে খুব একটা খারাপ নয়। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন।

Advertisement

মিথুন– এই সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে না এগোনোই ভাল হবে। মন চাইলে সপ্তাহের শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন। অর্থহানির আশঙ্কা দেখা যাচ্ছে।

কর্কট– সপ্তাহের শুরুতে কর্কট রাশির জাতকরা এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না। লোকসান হতে পারে।

সিংহ– সিংহ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ রয়েছে, তাই শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময়টা লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।

কন্যা– অগস্টের শেষ সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকারা ভেবেচিন্তে লটারির দিকে এগোবেন। বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।

তুলা– তুলা রাশির ব্যক্তিদের লটারি কাটার ইচ্ছা থাকলে সপ্তাহের শেষ ভাগে কাটতে পারেন। বাকি সময় লটারির কথা ভাববেন না।

বৃশ্চিক– লটারির দিকে এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জন্য মধ্যম প্রকৃতির থাকবে। মন চাইলে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

ধনু– ধনু রাশির জাতকদের এই সপ্তাহে অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।

মকর– এই সপ্তাহে মকর রাশির আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।

কুম্ভ– কুম্ভ রাশির জাতকদের এই সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। মন চাইলে কম সংখ্যার লটারির টিকিট কাটতে পারেন।

মীন– লটারির দিকে এই সপ্তাহটা মীন রাশির জাতকদের জন্য খুব একটা ভাল নয়। ইচ্ছা থাকলে এক বার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement