Ganesh Chaturthi 2025

ললিতাসনে বসে থাকা না দু’পায়ে দাঁড়ানো, বাড়ির জন্য কোন গণেশ শ্রেষ্ঠ? গণপতির শুঁড় কোন দিকে থাকা উচিত?

গণেশের যে কোনও রকম বিগ্রহ এনে পুজো করলেই হবে না। বাড়ির জন্য যে প্রকারের গণেশের মূর্তি শুভ, ব্যবসার ক্ষেত্র বা অফিসের জন্য উপযুক্ত অন্য প্রকারের মূর্তি।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ০৭:১৯
Share:

—প্রতীকী ছবি।

২৭ অগস্ট ২০২৫, বুধবার গণেশ চতুর্থী। এই দিন অনেকের বাড়িতেই গণেশের আরাধনা করা হয়। গণপতির উপাসনায় জীবনে আসে সমৃদ্ধি। অর্থাভাব দূর হয়, শুরু হয় সুখের সময়। কিন্তু গণেশের যে কোনও রকম বিগ্রহ এনে পুজো করলেই হবে না। বাজার থেকে মূর্তি আনার সময় বিশেষ কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক। বাড়ির জন্য যে প্রকারের গণেশের মূর্তি শুভ, ব্যবসার ক্ষেত্র বা অফিসের জন্য উপযুক্ত অন্য প্রকারের মূর্তি। জেনে নিন, কোন জায়গায় কেমন মূর্তি পুজো করা উচিত।

Advertisement

বাড়ির জন্য কোন প্রকার গণেশের মূর্তি শুভ?

বাড়ির জন্য বাঁ দিকে শুঁড় বেঁকানো বসে থাকা গণেশ শুভ। বসে থাকা গণেশ শান্তির প্রতীক। ললিতাসনে বসে থাকা গণেশকে বাড়িতে পুজো করলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কও ভাল থাকে। গণেশের বিগ্রহটির শুঁড় অবশ্যই বাঁ দিকে বেঁকানো হতে হবে। এতে বাড়ির সকলের স্বাস্থ্যের উন্নতি সাধন হবে বলে বিশ্বাস করা হয়। একই সঙ্গে সফলতা লাভের পথও প্রশস্ত হবে।

Advertisement

অফিস ও দোকানের জন্য কোন প্রকারের গণেশের মূর্তি শুভ?

অফিস ও দোকানের জন্য বাঁ দিকে শুঁড় করা দাঁড়ানো গণেশ শুভ। দাঁড়িয়ে থাকা গণেশ উন্নতি, উদ্যম শক্তি ও সফলতার প্রতীক। সেই কারণে কর্মক্ষেত্রে এই গণেশের পুজো করাই উপযুক্ত হবে বলে মনে করা হয়। গণেশের দাঁড়িয়ে থাকা বিগ্রহ আমাদের মনে প্রেরণা জাগাতে সহায়ক বলে মনে করা হয়।

ডান দিকে শুঁড় করা গণেশ কি অশুভ?

ডান দিকে শুঁড় করা গণেশ পুজো করা উচিত নয় বলে মনে করা হয়। বাড়ি হোক বা ব্যবসার জায়গা, কোনও ক্ষেত্রেই ডান দিকে শুঁড় বেঁকানো গণেশ রাখা শুভ নয়।

কোন গণেশের মূর্তির পুজো করতে নেই?

শয়ন অবস্থায় থাকা বা শুয়ে থাকা গণেশের মূর্তির পুজো না করাই শ্রেয়। এতে ভাগ্যও শুয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। জীবনে সফলতা পেতে দেরি হয়। এরই সঙ্গে পারিবারিক সম্পর্কেও ছেদ দেখা দেয়। শুয়ে থাকা গণেশের মূর্তি বাড়িতে না রাখাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement