Tips To Strengthen Mercury

বুধের তাণ্ডবে ঘটে ঘোর অমঙ্গল! পেশা থেকে সম্পর্ক, সব তছনছ হয়ে যায়, বিশেষ চার টোটকায় রেহাই পাওয়া সম্ভব

বুধের খারাপ প্রভাবে কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, সকল স্থানেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে মেনে চলুন বিশেষ কিছু উপায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১১:৩৫
Share:

—প্রতীকী ছবি।

জন্মছকে বুধ শক্তিশালী হলে জীবনের বহু দিক থেকে আমাদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। বিশেষ করে, কর্মক্ষেত্রে দারুণ ফলপ্রাপ্তি ঘটে। কিন্তু বুধ যদি খারাপ প্রভাব দেয় তা হলে কাজের জায়গায় ঝামেলার শেষ থাকে না। যে মানুষের জন্মছকে বুধ খারাপ অবস্থায় থাকে, সেই মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লোপ পায়। সেই কারণে কাজের জায়গায় বসের বকুনি খেতে হয়। সহকর্মীরাও সুযোগ বুঝে ক্ষতি করার চেষ্টা করেন। চুল পড়া, দাঁতে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। এরই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কেও বুধের খারাপ প্রভাব পড়ে। বুধের খারাপ প্রভাব থেকে বাঁচতে মানুন সহজ কিছু উপায়।

Advertisement

টোটকা:

১। প্রতি সপ্তাহে বুধবার করে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসনে বুধের মন্ত্র পাঠ করুন। এই মন্ত্র পাঠের সময় অন্য কোনও দিকে মন দেওয়া যাবে না।

Advertisement

২। বুধবার করে সবুজ রঙের জিনিস দান করুন। সেটা সবুজ রঙের সব্জিও হতে পারে, আবার পোশাকও হতে পারে। এরই সঙ্গে গরুকে ঘাসপাতা খাওয়ান। কুপ্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।

৩। বুধবার করে সবুজ রঙের জামা পরুন। কোনও শুভ কাজে যাওয়ার সময়ও সবুজ রঙের জামা পরে যেতে পারলে খুব ভাল হয়।

৪। মহিলা ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা বাঞ্ছনীয়। যত রাগই হোক না কেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement