ছবি: মেটা এআই।
আমাদের ১২টা রাশির প্রত্যেকেরই আলাদা আলাদা সত্তা রয়েছে। এক একটা রাশির পছন্দ এক এক রকম। যেমন: কেউ অনেক মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন, আবার কেউ কেউ রয়েছেন, যাঁরা একা থাকতেই বেশি পছন্দ করেন। যদিও তাঁরা যে মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন না তা নয়। তবে এঁরা নিজের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালবাসেন। জ্যোতিষশাস্ত্র মতে, কয়েকটা রাশির জাতক-জাতিকা রয়েছেন যাঁরা একা থাকতে খুব পছন্দ করে।
দেখে নেব কোন কোন রাশি এই তালিকায় রয়েছে:
কর্কট: কর্কট রাশির জাতকরা অন্যের সঙ্গে সময় কাটাতে যে একেবারেই পছন্দ করেন না তা নয়, তবে পছন্দের মানুষ না হলে এঁরা বিশেষ পাত্তা দেন না। এঁরা বাড়িতে একা থাকতে ভালবাসেন, একা সময় কাটানোকে বেশ ভালই উপভোগ করেন।
কন্যা: কন্যা রাশির জাতকেরা অন্যের সঙ্গে থাকতে পছন্দ করেন ঠিকই, তবে খুব অল্প সময়ের জন্য। খুব বেশি সময় ধরে কোনও ব্যক্তির সঙ্গে সময় কাটানোয় এঁদের ক্লান্তি আসে। এঁরা বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন। একা কোনও কিছু লেখা, বা কোনও বিশেষ কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালবাসেন কন্যা রাশির ব্যক্তিরা।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকেরা যে মানুষজন পছন্দ করেন না তা নয়, তবে নিজের পছন্দের মানুষদের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন। খুব বেশি আড্ডা দেওয়া এঁদের পছন্দ নয়। এঁরা নিজেদের নিয়ে চিন্তাভাবনায় ডুবে থাকতে ভালবাসেন।
মকর: মকর রাশির জাতকেরা কিছু সময়ের জন্য মানুষের মাঝে থাকতে পারলেও, খুব বেশি ক্ষণ থাকতে পারেন না। এঁরা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালবাসেন। এঁরা প্রয়োজন ছাড়া সামাজিক যোগাযোগ করেন না।
মীন: মীন রাশির জাতকেরা খুব বেশি কল্পনাপ্রবণ, তাই এঁরা একা নিজের ভাবনার সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন। এঁরা নিজেকে নিয়ে সময় কাটাতে খুব পছন্দ করেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারেও এঁরা পিছিয়ে থাকেন।