Nosy Zodiac Signs

এঁর কথা তাঁর কানে, তাঁর কথা ওঁর কানে তুলেই দিন কাটে! সকলের ‘হাঁড়ির খবর’ নিয়ে চর্চা না করলে চলে না পাঁচ রাশির

শাস্ত্র বলছে, অন্যদের নিয়ে চর্চা করার ঝোঁক বেশি দেখা যায় রাশিচক্রের নির্দিষ্ট পাঁচ রাশির মধ্যে। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৫:৪১
Share:

—প্রতীকী ছবি।

বাড়ির আশপাশে হোক বা কর্মক্ষেত্রে, একদল মানুষ থাকেন যাঁদের প্রধান কাজ হল কূটকচালি করা। কার জীবনে কী চলছে সেটা নিয়ে আলোচনা করতে করতেই এঁদের দিন কেটে যায়। প্রায় সকলেরই ‘হাঁড়ির খবর’ এঁদের কাছে থাকে। শাস্ত্র বলছে, অন্যদের নিয়ে চর্চা করার ঝোঁক বেশি দেখা যায় রাশিচক্রের নির্দিষ্ট পাঁচ রাশির মধ্যে। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

কোন পাঁচ রাশির ব্যক্তিরা পরচর্চা করতে পছন্দ করেন?

মিথুন: মিথুন রাশির জীবনে কৌতূহলের শেষ নেই। কানে যদি কোনও কথা ভেসে আসে, তা হলে গভীরে গিয়ে সেটির ব্যাপারে সমস্ত রকম তথ্য এঁদের সঞ্চয় করা চাই-ই চাই। অপর মানুষকে নিয়ে চর্চা না করতে পারলে এঁদের চলে না। সেই চর্চা কখনও কখনও নিন্দাতেও পরিণত হয়। সেই নিন্দাকে আরও রসালো করে তোলার জন্য মিথ্যার আশ্রয়ও নেন মিথুন রাশির ব্যক্তিরা।

Advertisement

সিংহ: যে কোনও ছোট বিষয় নিয়ে বড়সড় আলোচনার আসর বসানোর ব্যাপারে এগিয়ে সিংহ রাশির ব্যক্তিরা। কোন মেয়ে কোন ছেলের সঙ্গে ঘুরছে, অথবা অফিসে কে বসের বেশি প্রিয় এই সকল নানা রগরগে বিষয় নিয়ে গল্পে মত্ত হতে পছন্দ করেন এঁরা। সে কারণে এঁদের বন্ধুসংখ্যাও নেহাত কম হয় না। তবে কারও ব্যাপারে মিথ্যা কথা রটানোর পক্ষপাতী নন সিংহ রাশির ব্যক্তিরা।

তুলা: কথা বলতে পছন্দ করেন তুলা রাশির ব্যক্তিরা। সকলের সঙ্গে মিলেমিশে, হাসিঠাট্টা করে চলা এই রাশির ব্যক্তিদের কাছে অতি পছন্দের। আর সেই কথা বলার বিষয় যদি অন্য কাউকে নিয়ে চর্চা করা হয়, তা হলে এঁদের আগ্রহের আর শেষ থাকে না। কিন্তু অন্যের নামে খুব একটা নিন্দা এঁরা করেন না। কেবল কার জীবনে কী চলছে সেটা জানতে পেরেই এঁরা তুষ্ট হন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে সহকর্মী থেকে প্রতিবেশী, সকলের হাঁড়ির খবর মজুত থাকে। কর্মক্ষেত্রের যে কোনও বিষয় নিয়ে বা যে কোনও মানুষকে নিয়ে চর্চা করার ব্যাপারে এঁরা সর্বদা তৈরি। আজ যাকে নিয়ে চর্চা করেন, পরের দিন সেই মানুষের সঙ্গেই অন্য কাউকে নিয়ে চর্চা করেন। তবে সেই চর্চা উক্ত মানুষের কানে পৌঁছোলে এঁরা বুদ্ধির বলে অপ্রস্তুত হওয়া থেকে বেঁচে যান।

মীন: রাশিচক্রের সকল রাশিদের মধ্যে সবচেয়ে বেশি গুজবে কান দিয়ে ফ্যাসাদে পড়েন মীন রাশির জাতক-জাতিকা। পরচর্চা হলেই হল, সেটা আসলেই ঘটেছে না মনগড়া সেটা যাচাই করার প্রয়োজন বোধ করেন না এঁরা। কারও ব্যাপারে কোনও গোপন তথ্য জানতে পেলেই এঁরা সেটিকে পাঁচকান করার জন্য উঠেপড়ে লাগেন। ফলত সমস্যাতেও পড়েন। কিন্তু তার পরও মানুষকে নিয়ে চর্চা করা মীন রাশির ব্যক্তিরা ছাড়তে পারেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement