—প্রতীকী ছবি।
আধ্যাত্মিকতায় সবার আগ্রহ থাকে না। বিশেষ করে, বর্তমান যুগের ছেলেমেয়েদের মধ্যে সেই বিষয়ে আগ্রহ বা জ্ঞান, দুই-ই খুব একটা দেখা যায় না। কিন্তু অনেকেই জানেন না যে কঠিন সময়ে আত্মিক চিন্তাধারার হাত ধরে আমরা সহজেই সেই অযাচিত সময়কালকে কাটিয়ে উঠতে পারি। জাগতিক মোহমায়া কাটিয়ে ওঠার গুণ অনেক। সকলের পক্ষে সেই বিশেষ কাজ করা সম্ভব হয় না। কিন্তু রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যাঁরা জন্মগত ভাবে ঐশ্বরিক ভাবনাচিন্তার অধিকারী। যদিও কেবল এই রাশির ব্যক্তিরাই যে আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন তেমনটা নয়। তবে উক্ত পাঁচ রাশির মানুষদের মধ্যেই সেই প্রকৃতি বেশি দেখা যায়।
কোন পাঁচ রাশির মধ্যে আধ্যাত্মিক মনোভাব দেখা যায়?
কর্কট: আবেগতাড়িত কর্কট রাশি সর্বদা ঐশ্বরিক শক্তির উপর ভরসা রেখে চলেন। এঁরা বিশ্বাস করেন জীবন এঁদের থেকে মুখ ফিরিয়ে নিলেও, ঈশ্বর তাঁদের সঙ্গে সর্বদা রয়েছেন। তাঁদের আগলে রাখার জন্য, পথ দেখানোর জন্য। যে কোনও ধার্মিক কাজ, নামগান প্রভৃতিতে অংশ নিতে পছন্দ করেন এঁরা। বাড়ির প্রাচীন রীতি-রেওয়াজ মানার ব্যাপারেও এঁরা কখনও পিছপা হন না।
বৃশ্চিক: আধ্যাত্মিকতা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে রহস্য-সম। এঁরা যে কোনও বিষয় নিয়ে গভীর গবেষণা করতে ভালবাসেন। আধ্যাত্মিকতাও এঁদের কাছে একটা আগ্রহেরই বিষয়। সেটা নিয়ে জানতে, পড়তে, শিখতে ভালবাসেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। জীবনের অর্থ কী? সেই চিন্তা এঁদের তাড়িয়ে বেড়ায়। যেটি খোঁজার জন্য এঁরা আত্মিক বিষয় নিয়ে চর্চা করতে পছন্দ করেন।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা সর্বদা বস্তুগত জগতের বাইরে কী রয়েছে সেটা জানার আকাঙ্ক্ষা বহন করে চলেন। এঁরা নিজেদের ধর্ম ছাড়াও, অন্যান্য ধর্মের ব্যাপারে জানতে ও শিখতে আগ্রহী। ধনু রাশির ব্যক্তিরা দার্শনিক চিন্তাধারার অধিকারী। যে কোনও জিনিসের সঙ্গে এঁরা ঐশ্বরিক সাদৃশ্য খুঁজে বার করার চেষ্টা করে চলেন। জীবনকে এঁরা বাকি পাঁচজন মানুষের থেকে একটু অন্য রকম ভাবে দেখেন।
মকর: মকর রাশির জাতক-জাতিকারা বাস্তববাদী। তবে ঈশ্বরের প্রতি এঁদের বিশ্বাস অগাধ। কঠিন নিয়মানুবর্তিতার ঘেরাটোপে জীবন কাটাতে পছন্দ করেন মকর রাশির জাতক-জাতিকারা। এঁরা বিশ্বাস করেন খারাপ শক্তি যেমন রয়েছে, তেমনই রয়েছে ভাল শক্তি। এঁদের কলকাঠি চালানোতেই জগৎ সংসারে সব কিছু ঘটে। যে মানুষ খারাপ করে তাঁকে সেই জন্মের উক্ত কর্মের ফলভোগ করতে হয় বলে মনে করেন এই রাশির লোকেরা।
মীন: বাস্তব জগতের মোহমায়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন মীন রাশির জাতক-জাতিকারা। আধ্যাত্মিক চিন্তাধারায় এঁরা প্রকৃত সুখ খুঁজে পান। মৃত্যুর পর মানুষের সঙ্গে কী হয়, সেই রহস্যের সমাধান খুঁজে বেড়ান মীন রাশির জাতক-জাতিকারা। ভগবানের কাছে এঁরা নিয়মিত প্রার্থনা করেন। পুজোআর্চা, মন্দিরে যাওয়া প্রভৃতি বিষয়ে এঁদের আগ্রহ দেখা যায়। ঈশ্বরের প্রতি এঁদের বিশ্বাস অটুট।