—প্রতীকী ছবি।
এই বছর সেপ্টেম্বরে ঘটতে চলেছে বিশেষ কিছু মহাজাগতিক পরিবর্তন। সেগুলির মধ্যেই দু’টি হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। একই মাসে, কিছু দিনের ব্যবধানে আমরা দু’টি গ্রহণের সাক্ষী থাকব। যদিও, ভারত থেকে চন্দ্রগ্রহণ দেখা গেলেও, সূর্যগ্রহণ দেখা যাবে না। একই মাসে দুই গ্রহণ সংঘটিত হওয়া বিশেষ কোনও ব্যাপার নয়। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মাঝে অন্তত দু’সপ্তাহের ব্যবধান থেকে থাকে। এত কম ব্যবধানে সাধারণত দু’টি গ্রহণ সংঘটিত হতে দেখা যায় না। সেই অর্থে এক মাসে দু’টি গ্রহণ হওয়া ব্যতিক্রমী কোনও ঘটনা নয়।
সূর্য, চন্দ্র ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে, তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। আর পৃথিবীর ছায়া সূর্যের উপর পড়লে সূর্যগ্রহণ ঘটে। একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য, পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস না খণ্ডগ্রাস গ্রহণ হবে। যদিও একই মাসে দুই গ্রহণ হওয়া বিশেষ কোনও বিষয় নয়, কিন্তু এই বছর সেপ্টেম্বরেই মর্ত্যে আসছেন মা দুর্গা। তার আগেই ঘটতে চলেছে দুই গ্রহণ। এই বিরল যোগের বিশেষ প্রভাব কমবেশি সকল রাশির জীবনের পরিলক্ষিত হবে। শাস্ত্র বলছে, রাশিচক্রের তিন রাশি এর ফলে বিশেষ ফল লাভ করবেন। জেনে নিন তাঁরা কারা।
কোন তিন রাশির জীবনে বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে?
মিথুন: রাশিচক্রের তৃতীয় রাশি মিথুনের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। জীবন থেকে সকল প্রকার অভাব দূর হবে। অর্থলাভের বিশেষ আশা দেখা যাচ্ছে। আয়ের নতুন রাস্তা উন্মোচিত হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা যে কোনও প্রয়োজনে মিথুনের পাশে থাকবেন। পরিবারেও সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।
ধনু: ধনু রাশির জীবনেও সেপ্টেম্বরের দুই গ্রহণ সুসময় বহন করে আনবে। এই সময়টা ধনু রাশির জন্য বিশেষ লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা অত্যন্ত সুখকর হতে চলেছে। পেশাক্ষেত্রে আসা সমস্ত বাধা কেটে যাবে। উন্নতির মুখ দেখতে পাবেন। অর্থসমস্যাও কেটে যাবে।
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। পুজোর আগে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। জীবনে সব ক্ষেত্রেই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।