Pitru Paksha 2025

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ, এর গুরুত্ব কী? এই সময়কালে অন্যান্য দিন তর্পণ করা যায়?

বর্ষার কালো মেঘ কেটে গিয়েছে, আকাশ ঢেকেছে শরতের সাদা মেঘে। মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ। তার আগে ১৫ দিন ধরে চলে পিতৃপক্ষ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৫:১৭
Share:

—প্রতীকী ছবি।

দুর্গাপুজোর দিনগোনা শুরু হয়ে গিয়েছে। দেশ-বিদেশে প্রায় সকল বাঙালি হিন্দুদের মনেই লেগে গিয়েছে পুজোর হাওয়া। বর্ষার কালো মেঘ কেটে গিয়েছে, আকাশ ঢেকেছে শরতের সাদা মেঘে। মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ। তার আগে ১৫ দিন ধরে চলে পিতৃপক্ষ। এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে। সেটি চলবে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

Advertisement

পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের উদ্দেশে জল অর্পণের রেওয়াজ প্রচলিত রয়েছে। এই কাজ করার ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। কোনও পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্যে এই ক্রিয়া করতে হয়। ক্রিয়া শেষে ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়া এবং ভোজন করানোর প্রথা রয়েছে। এই সময় অনেকে দরিদ্রদের নানা জিনিস দান করে থাকেন। তর্পণের পর কাক ও কুকুরদের খাওয়ানো অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়।

আমরা সাধারণত মহালয়ার ভোরবেলাতেই তর্পণ করতে যেতে দেখি বা করে থাকি। কিন্তু অনেকেই জানেন না এই পিতৃপক্ষ চাকালীন অন্যান্য সময়ও তর্পণ করা যেতে পারে। তবে মহালয়ার দিন তর্পণ করার রীতিই শ্রেষ্ঠ। বিশ্বাস করা হয় যে, পিতৃপক্ষে শ্রাদ্ধ-শান্তি ও তর্পণ করলে পূর্বপুরুষেরা খুশি হন এবং আশীর্বাদ করেন। তাঁদের কৃপায় জীবনের অনেক বাধা দূর হয়। জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকেও মুক্তি মেলে। জ্যোতিষীদের মতে, শ্রাদ্ধ না করলে আত্মা মুক্তি পায় না। পিতৃপক্ষের নিয়মকানুন পালন করে দাতব্য করলে রাশিচক্রের পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে।

Advertisement

পিতৃপক্ষের কোন দিন কী নামে পরিচিত?

  • পূর্ণিমার শ্রাদ্ধ: ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার।
  • প্রতিপদ শ্রাদ্ধ: ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার।
  • দ্বিতীয়া শ্রাদ্ধ: ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার।
  • তৃতীয়া শ্রাদ্ধ: ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার।
  • চতুর্থী শ্রাদ্ধ: ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার।
  • পঞ্চমী শ্রাদ্ধ: ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার।
  • ষষ্ঠী শ্রাদ্ধ: ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার।
  • সপ্তমী শ্রাদ্ধ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার।
  • অষ্টমী শ্রাদ্ধ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার।
  • নবমী শ্রাদ্ধ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার।
  • দশমী শ্রাদ্ধ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার।
  • একাদশী শ্রাদ্ধ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার।
  • দ্বাদশী শ্রাদ্ধ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার।
  • ত্রয়োদশী শ্রাদ্ধ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার।
  • চতুর্দশী শ্রাদ্ধ: ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার।
  • সর্বপিতৃ অমাবস্যা: ২১ সেপ্টেম্বর, ২০২৫ রবিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement