—প্রতীকী ছবি।
বহু মানুষ রয়েছেন যাঁরা কাছের মানুষের শত ভুলভ্রান্তিতেও কিছু মনে করেন না। তাঁদের সব ভুলই মাফ করে দেন। উক্ত মানুষগুলির জন্য কিছু করাই বাদ রাখেন না। তাঁদের খুশি রাখার জন্য যা কিছু করতে পারেন। কিন্তু কাছের মানুষ যদি ভুলেও এঁদের কষ্ট দিয়ে থাকেন তা হলেই এঁদের আচরণে আমূল পরিবর্তন দেখা দেয়। এঁরা এক লহমায় মুখোশ বদলে ফেলেন। কোনও কারণে ব্যথা পেলে ভাল মানুষ থেকে খারাপ মানুষে বদলাতে বিশেষ সময় লাগে না এঁদের। শাস্ত্রমতে, রাশিচক্রের তিন রাশি রয়েছে যারা এই তালিকায় পড়েন।
কারা কষ্ট পেলে বদলে যান?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষ কাছের মানুষদের জন্য কিছু করা বাদ রাখেন না। এঁরা যাঁকে ভালবাসেন বা নিজের বন্ধু মনে করেন, তাঁদের জন্য যা কিছু করতে পারেন। মেষ রাশির জাতক-জাতিকারা কোনও চাহিদা ছাড়া নিঃস্বার্থ ভাবে ভালবাসা দেন। কিন্তু এক বার যদি মেষের কাছের মানুষেরা এমন কোনও কাজ করে বসেন যাতে এঁরা কষ্ট পান, তা হলেই এঁদের রূপ বদলে যায়। তখন সেই কষ্টের বিনিময়ে দ্বিগুণ কষ্ট ফিরিয়ে দেওয়ার জন্য এঁরা উঠেপড়ে লাগেন।
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা যেমন ভালবাসেন মন দিয়ে, তেমনই প্রতিশোধও নেন মন দিয়ে। এঁদের কষ্ট দিয়ে কেউ পার পান না। এই রাশির ব্যক্তিরা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা এঁদের অনিষ্ট করলে বোঝা যায়। যত দিন এঁদের মর্জিমাফিক চলা যায়, তত দিন এঁরা কারও সঙ্গে কোনও খারাপ আচরণ করতে যান না। এমনকি কাছের মানুষের করা ভুলগুলিকেও না দেখার ভান করে চলেন। কিন্তু এক বার যদি কোনও ব্যাপারে কষ্ট পান, তা হলে যে কষ্ট দিয়েছে তাঁকে দ্বিগুণ কষ্ট দেওয়ার জন্য সব সীমা পার করে যান।
বৃশ্চিক: স্বভাববশত বৃশ্চিক রাশির ব্যক্তিরা একটু প্রতিশোধপরায়ণ হন। এঁদের সঙ্গে যাঁরা খারাপ করেন, তাঁদের ক্ষতি করার জন্য এঁরা শেষ সীমা পর্যন্ত যেতে পারেন। এঁরা ভালর ভাল, খারাপের যম। বৃশ্চিক রাশিকে যাঁরা ভাল ভাবে রাখতে পারেন, তাঁদের মতো সৌভাগ্য খুব কম মানুষেই হয়। কাছের মানুষকে আকাশের চাঁদ এনে দিতেও সংশয় বোধ করেন না এঁরা। কিন্তু এক বার বৃশ্চিকের সঙ্গে কিছু খারাপ করলেই, তাঁদের মনে ব্যথা দিলেই ছবি বদলে যায়। তখন এঁদের মতো খারাপ মানুষ খুব কম দেখা যায়।