Auspicious Car Colors for Each Zodiac Signs

‘পুজোর সেলে’ চারচাকা কিনবেন? সঠিক তিথি-নক্ষত্র মেলানোর সঙ্গে রাশি মেনে শখের ধন কেনার শুভ রংও মিলিয়ে নিন

গাড়ি যে কারণেই কিনুন না কেন, কষ্টের পয়সা দিয়ে কেনার পর সেই গাড়িই যেন আপনার সমস্যার কারণ না হয়ে ওঠে সেটা খেয়াল রাখা জরুরি। কখনও কখনও দেখা যায়, গাড়ি কেনার কিছু দিনের মধ্যেই অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়তে হচ্ছে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৫:২৪
Share:

—প্রতীকী ছবি।

বর্তমান কালে সময়ের সঙ্গে তাল মেলাতে বা সময়ের অপচয় থেকে বাঁচতে ব্যক্তিগত একটি গাড়ি কেনার ইচ্ছা সকলেরই থাকে। প্রাত্যহিক কাজের জন্য গাড়ি যেমন প্রয়োজন, তেমনই মনের মতো উপার্জনের পর একটা গাড়ি কিনব, এই শখও অনেকেরই থাকে। আসছে উৎসবের মরসুম, এই সময় গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ-সুবিধাও মেলে।

Advertisement

গাড়ি যে কারণেই কিনুন না কেন, কষ্টের পয়সা দিয়ে কেনার পর সেই গাড়িই যেন আপনার সমস্যার কারণ না হয়ে ওঠে সেটা খেয়াল রাখা জরুরি। কখনও কখনও দেখা যায়, গাড়ি কেনার কিছু দিনের মধ্যেই অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়তে হচ্ছে। সমস্যা বিভিন্ন হতে পারে, যেমন— গাড়ি ঘন ঘন খারাপ হয়ে পড়া, গাড়ির ঋণ সংক্রান্ত সমস্যা, পথদুর্ঘটনা ইত্যাদি। গাড়ি সংক্রান্ত সমস্যা থেকে বাঁচতে বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। গাড়ি কেনার সময় ক্রয় সংক্রান্ত চুক্তি এবং আইনকানুন যেমন মাথায় রাখতে হয়, তেমনই গাড়ি কেনার সঠিক বার, তিথি, নক্ষত্র ইত্যাদি নির্বাচন গুরুত্বপূর্ণ। একটি বিষয় বিশেষ ভাবে মেনে চলা উচিত, সেটি হল ক্রয় করা গাড়ির রং নির্বাচন। জ্যোতিষশাস্ত্র মতে, সব রঙের গাড়ি সকলের জন্য শুভ নয়। নির্দিষ্ট জন্ম, রাশি এবং লগ্ন অনুযায়ী নির্দিষ্ট রং শুভ এবং নির্দিষ্ট রং অশুভ বলে বিবেচিত হয়।

কোন রাশির জন্য কোন রঙের গাড়ি শুভ?

Advertisement

মেষ রাশি: লাল এবং হলুদ রঙের গাড়ি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।

বৃষ রাশি: বৃষ রাশির ব্যক্তিদের জন্য সাদা, নীল এবং কালো রঙের গাড়ি শুভ।

মিথুন রাশি: সবুজ, নীল এবং সাদা রঙের গাড়ি মিথুনের জন্য শুভ।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সাদা, রুপোলি এবং হলুদ রঙের গাড়ি শুভ।

সিংহ রাশি: লাল, গোলাপি এবং সোনালি রঙের গাড়ি সিংহ রাশির ব্যক্তিদের জন্য শুভ।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সবুজ, রুপোলি এবং সাদা রঙের গাড়ি শুভ।

তুলা রাশি: সাদা, রুপোলি এবং সবুজ রঙের গাড়ি তুলা রাশির জন্য শুভ।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য লাল, রুপোলি এবং হলুদ রঙের গাড়ি শুভ।

ধনু রাশি: হলুদ, গোলাপি এবং লাল রঙের গাড়ি ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।

মকর রাশি: মকরের জন্য নীল, কালো, ধূসর এবং সাদা রঙের গাড়ি শুভ।

কুম্ভ রাশি: নীল, কালো, সাদা, ধূসর এবং রুপোলি রঙের গাড়ি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের জন্য হলুদ, রুপোলি এবং লাল রঙের গাড়ি শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement