ছবি: এআই।
দল বেঁধে কাজ করার মাহাত্ম্যই আলাদা। কোনও কাজ এক জনে করলে যতটা না তাড়াতাড়ি হয়, দুই বা ততোধিক জনে মিলে করলে সেটি আরও তাড়াতাড়ি সেরে ফেলা যায়। যদিও সে ক্ষেত্রে দলের সকলের মধ্যে বন্ধন দৃঢ় হওয়া প্রয়োজন। না হলে কাজ সুষ্ঠু ভাবে হওয়ার থেকে বিগড়েই যাবে। রাশিচক্রের সব রাশির সঙ্গে সকলের বনিবনা ভাল হয় না। কিন্তু নির্দিষ্ট কয়েকটি রাশির সঙ্গে কিছু রাশির মনের মিল এতটাই ভাল হয় যে সেই জুটি সহজে ভাঙা যায় না। এঁরা দু’য়ে মিলে যদি কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তা হলে এঁদের হারানোও মুশকিল হয়ে যায়।
কোন কোন রাশির মধ্যে বন্ধন দৃঢ় হয়?
মেষ ও মিথুন: রাশিচক্রের প্রথম রাশি মেষের সঙ্গে রাশিচক্রের তৃতীয় রাশি মিথুনের সম্পর্কের দৃঢ়তা খুব মজবুত হয়। এঁদের বন্ধন সহজে ভাঙা যায় না। এই দুই রাশি একসঙ্গে দল বেঁধে কাজ করলে সকলকে ছাপিয়ে যায়। এঁদের সৃজনশীল চিন্তাধারা অন্যদের হার মানায়। এই দুই রাশি সর্বদা একে অপরের আপদে-বিপদে পাশে থাকে।
সিংহ ও ধনু: সিংহ ও ধনু হল মানিকজোড় রাশি। এঁরা সর্বদা একে অপরের পক্ষে থেকেই কথা বলেন। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, এই দুই রাশি কখনও একে অপরের সঙ্গ ছাড়ে না। সিংহের সাহস এবং ধনুর স্বাধীনচেতা প্রবৃত্তি এঁদের যে কোনও প্রতিযোগিতায় জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়।
বৃষ ও কর্কট: বৃষ রাশির ব্যক্তিরা নিজের মতো থাকতে ভালবাসেন, অন্য দিকে কর্কট রাশির জাতক-জাতিকারা আশপাশের লোকজনকে যত্নে রাখতে পছন্দ করেন। দু’জনে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য হলেও এঁদের মধ্যে বন্ধুত্বের বন্ধন খুব সুন্দর হয়। এঁরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে কখনও পিছপা হন না।
বৃশ্চিক ও মীন: বৃশ্চিক ও মীন একে অপরের মনের কথা বুঝে যান। একে অপরকে বোঝানোর জন্য এঁদের মুখ ফুটে কিছু বলতে হয় না। এঁরা যে দলে থাকেন, সেই দল অন্যান্যকে ছাপিয়ে যায়। এঁদের সহজে হারানো যায় না। এই দুই রাশির বন্ধনের দৃঢ়তা এতই গভীর যে অন্য জনের অবর্তমানেও এই দুই রাশি একে অপরকে রক্ষা করে চলেন।
কুম্ভ ও তুলা: কুম্ভ ও তুলা, এই দুই রাশিই যুক্তি ও বুদ্ধি দিয়ে কাজ করতে ভালবাসেন। এঁরা কখনও আবেগের সাগরে ভেসে যান না। সেই কারণে এঁদের বন্ধনের দৃঢ়তাও মজবুত হয়। যে কোনও ক্ষেত্রে এঁরা যদি দল বেঁধে কাজ করেন, তা হলে সেই কাজ শ্রেষ্ঠ হয়। মগজের বলে এঁরা সর্বদা শীর্ষে নিজেদের জায়গা করে নেন।