Hair Cutting Astrology

সকালে সময় হয় না, পুজোর আগে ভোল বদলাতে অফিসফেরত চুল কাটাবেন? খবরদার! সূর্যাস্তের পর চুল কাটলে হতে পারে বিপদ

ঠাকুরমা-দিদিমারা আমাদের প্রায়শই সূর্যাস্তের পর চুল না কাটার নিদান দিয়ে থাকেন। যদিও ব্যস্ত জীবনে এত কিছু মেনে চলা আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে এতে নিজেরই কোনও ক্ষতি হচ্ছে কি না সেই ব্যাপারে কখনও ভেবে দেখেছেন?

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৯
Share:

—প্রতীকী ছবি।

হিন্দু ধর্মে সূর্যোদয় ও সূর্যাস্তের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমন নানা কাজই রয়েছে যেগুলি সূর্যাস্তের পর না করাই ভাল বলে মনে করা হয়। অর্থাৎ, সূর্যের আলো থাকতে থাকতে উক্ত কাজগুলি করা যেতে পারে। কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর সেগুলি আর না করাই ভাল বলে মনে করা হয়।

Advertisement

তেমনই, হিন্দু ধর্মে চুল কাটা, নখ কাটা নিয়েও প্রভৃতি ধারণার উল্লেখ রয়েছে। যে কোনও দিন, যে কোনও সময় চুল ও নখ কাটা উচিত নয় বলে মনে করা হয়। বিশেষ করে চুল কাটার ব্যাপারে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে বলা হয় আমাদের। সপ্তাহের বিশেষ কিছু দিনেও চুল কাটা থেকে বিরত থাকতে বলা হয়। সেই সম্পর্কিত একটি বহুলপ্রচলিত ধারণা হল সন্ধ্যাবেলা চুল না কাটা। ঠাকুরমা-দিদিমারা আমাদের প্রায়শই এই নিদান দিয়ে থাকেন। যদিও ব্যস্ত জীবনে এত কিছু মেনে চলা আমাদের পক্ষে সম্ভব হয় না। অনেকেই আছেন যাঁরা সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে চুল কাটতে যান। তবে এতে নিজেরই কোনও ক্ষতি হচ্ছে কি না সেই ব্যাপারে কখনও ভেবে দেখেছেন?

সূর্যাস্তের পর কি সত্যিই চুল কাটা উচিত নয়?

Advertisement

রাত্রিবেলা বা সূর্যাস্তের পর চুল কাটাকে সাধারণত অশুভ বলে মনে করা হয়। কারণ, শাস্ত্রমতে, সন্ধ্যাবেলা মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করেন। সেই জন্যই সূর্যাস্তের পর বাড়িতে বাড়িতে শাখ বাঁজানো, প্রদীপ জ্বালানোর মতো রীতিগুলি মেনে চলা হয়। সেই সময় চুল কাটলে মা লক্ষ্মী ক্ষুদ্ধ হন বলে মনে করা হয়। অর্থসঙ্কট দেখা দেয়। জীবনের লক্ষ্মীশ্রী উধাও হয়। কথিত রয়েছে, সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা চুল কাটলে মা লক্ষ্মী রাগ করে বাড়ি ছেড়ে চলে যান। এর ফলে সংসারে অশান্তি লেগেই থাকে। এরই সঙ্গে অভাব-অনটন পিছু ছাড়তে চায় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement