Lottery Horoscope Prediction

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ রাশির ভাগ্যে দারুণ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে! বাকিরা লটারি কেটে কেমন ফল পাবেন?

লটারি জেতা বা হারার ব্যাপারটা প্রায় পুরোটাই নির্ভর করে ভাগ্যে প্রাপ্তিযোগ রয়েছে কি না তার উপর। সেটা সম্বন্ধে আমাদের ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬
Share:

—প্রতীকী ছবি।

লটারি কাটার ইচ্ছা অনেকের মনেই থাকে। কিন্তু সকলে সাহস করে কাটতে পারেন না। লটারি কাটলেই যে লাভের মুখ দেখা যায় সেটা যেমন না, তেমনই লটারি খেললেই যে আর্থিক ক্ষতি হয় তেমনটাও না। সব খেলাতেই যেমন হার-জিত থাকে, লটারির ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকমই। লটারি জেতা বা হারার ব্যাপারটা প্রায় পুরোটাই নির্ভর করে ভাগ্যে প্রাপ্তিযোগ রয়েছে কি না তার উপর। সেটা সম্বন্ধে আমাদের ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তিযোগ রয়েছে দেখে নিন।

Advertisement

মেষ– লটারির দিকে এই সপ্তাহটা মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভালই দেখা যাচ্ছে। লটারি কাটলে ভালই লাভ হবে।

বৃষ– বৃষ রাশির জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না। লটারি কাটার ইচ্ছা থাকলে সপ্তাহের মধ্য ভাগে কেটে দেখতে পারেন।

Advertisement

মিথুন– মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে। কম অঙ্কের হলেও এক বার লটারি কেটে দেখুন।

কর্কট– সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কর্কট রাশির জাতকেরা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। প্রাপ্তিযোগ খুব খারাপ না থাকলেও, খুব ভালও নেই।

সিংহ– এই সপ্তাহের যে কোনও সময়ে সিংহ রাশির জাতকেরা লটারি কাটতে পারেন। ভাগ্যে ভাল প্রাপ্তিযোগ রয়েছে, তাই যে কোনও অঙ্কের লটারি কাটতে পারেন।

কন্যা– কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন।

তুলা– সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকারা লটারিতে খুব বেশি ঝোঁক দেখাতে যাবেন না। ভাগ্য সঙ্গ না-ও দিতে পারে।

বৃশ্চিক– লটারির দিকে এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জন্য মধ্যম প্রকৃতির থাকবে। এক বার চেষ্টা করে দেখতে পারেন।

ধনু– এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।

মকর– সপ্তাহের প্রথম ভাগটা মকর রাশির জাতকদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। মন চাইলে লটারি কেটে ভাগ্যকে যাচাই করে নিন।

কুম্ভ– কুম্ভ রাশির জাতকেরা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।

মীন– সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। কম অঙ্কের লটারি কেটে এক বার ভাগ্য যাচাই করতেই পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement