Lucky Number Calculating Tips and Benefits

‘লাকি নম্বর’ মেনে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বাড়ে! সেই শুভ সংখ্যা লুকিয়ে থাকে নামের মধ্যেই, গণনার পদ্ধতি কী?

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, সৌভাগ্য সংখ্যা বা লাকি নাম্বার নির্দিষ্ট মানুষের জীবনে সর্বদা সৌভাগ্য এবং সফলতা দান করে। সৌভাগ্য সংখ্যা অনুযায়ী কোনও কাজ শুরু করলে, যেমন ব্যবসা, ভ্রমণ ইত্যাদি এই সংখ্যা মেনে শুরু করতে পারলে শীঘ্র সফলতা বা শুভ ফল প্রাপ্তি হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৩
Share:

—প্রতীকী ছবি।

একটু খেয়াল করলেই দেখবেন এমন কিছু দিন আছে, সে দিন যে কাজই করতে যান না কেন, অল্প চেষ্টাতেই সফলতা পাবেন। তেমনই এমনও কিছু দিন আছে, যে দিন অনেক চেষ্টা করলেও ব্যর্থতাই কপালে জোটে।

Advertisement

কবে সফলতার সম্ভাবনা বেশি, কবে কম, এই বিষয় নির্ভর করে নির্দিষ্ট ব্যক্তির জীবনে থাকা গ্রহের প্রভাবের উপর। সাধারণ মানুষের পক্ষে জ্যোতিষশাস্ত্রের গ্রহের বিশ্লেষণ একটু জটিল বিষয় হলেও, বর্তমান সময়ের একটি জনপ্রিয় শাস্ত্র সংখ্যাতত্ত্বের দ্বারা হিসাব করা তুলনামূলক সহজ।

সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, প্রাচীন কালেও পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যাতত্ত্ব নিয়ে চর্চা করা হত। যদিও এই বিষয়ের চর্চা মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে শুধুমাত্র ভারতে না, সংখ্যাতত্ত্বে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে।

Advertisement

সংখ্যাতত্ত্বের মূল বিষয় হল বিভিন্ন সংখ্যা পাঠোদ্ধার। সংখ্যাতত্ত্বে ১–৯ সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভবিষ্যদ্বাণীও করা হয়।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রত্যেক মানুষের নামের মধ্যে লুকিয়ে থাকে তাঁর সৌভাগ্য সংখ্যা বা ‘লাকি নম্বর’। ব্যক্তির ইংরেজি নামের বর্ণমালার যোগফলের সংখ্যাই হল উক্ত মানুষের সৌভাগ্য সংখ্যা বা লাকি নম্বর। প্রাত্যহিক জীবনে লাকি নম্বরের সঠিক প্রয়োগে জীবনে সফলতা আনা সম্ভব।

সৌভাগ্য সংখ্যা বা লাকি নম্বর পাঠোদ্ধারের নিয়ম:

ইংরেজির এ থেকে জ়, প্রত্যেকের নির্দিষ্ট সংখ্যা আছে। যেমন, এ=১, বি=২, আই=৯, জে=১, কে=২, এস=১, জ়=৮ প্রভৃতি। নাম এবং পদবি-সহ নামের বানানের যোগফলই হল সৌভাগ্য সংখ্যা বা লাকি নম্বর। সৌভাগ্যসংখ্যা বা লাকি নম্বর নাম থেকেই হিসাব করে নেওয়া যায়। কোনও মানুষের জীবনে এই নির্দিষ্ট সংখ্যার গুরুত্ব অসীম। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, সৌভাগ্য সংখ্যা বা লাকি নম্বর নির্দিষ্ট মানুষের জীবনে সর্বদা সৌভাগ্য এবং সফলতা দান করে। সৌভাগ্য সংখ্যা অনুযায়ী কোনও কাজ শুরু করলে, যেমন ব্যবসা, ভ্রমণ ইত্যাদি এই সংখ্যা মেনে শুরু করতে পারলে শীঘ্র সফলতা বা শুভ ফল প্রাপ্তি হয়। প্রাত্যহিক জীবনে লাকি নম্বরের সঠিক প্রয়োগ করে জীবনে সফলতা এবং সার্থকতা বৃদ্ধি করা সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement