Fortunate Zodiac Signs

লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেন, সফলতা পেতে বেশি খাটতে হয় না, অল্প আয়াসেই উন্নতির শিখরে পৌঁছোন তিন রাশি!

শাস্ত্র বলছে, রাশিচক্রের কিছু রাশি রয়েছে যাঁদের সাফল্য পাওয়ার জন্য বিশেষ পরিশ্রম করতে হয় না। অল্প খাটনির বদলেই তাঁদের ভাগ্যে বিশাল ফলপ্রাপ্তি ঘটে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১
Share:

—প্রতীকী ছবি।

সকলের ভাগ্য সমান হয় না। কেউ বহু পরিশ্রম করেও উপযুক্ত ফল লাভ করেন না। অনেকে আবার অল্প পরিশ্রমের বিনিময়েই বিশাল কিছু পেয়ে যান। এর পুরোটাই নির্ভর করে ভাগ্যের উপর। শাস্ত্র বলছে, রাশিচক্রের কিছু রাশি রয়েছে যাঁদের সাফল্য পাওয়ার জন্য বিশেষ পরিশ্রম করতে হয় না। অল্প খাটনির বদলেই তাঁদের ভাগ্যে বিশাল ফলপ্রাপ্তি ঘটে। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

কোন তিন রাশি অল্প পরিশ্রমেই প্রচুর সফলতা পেয়ে যান?

বৃষ: বৃষ রাশির ধৈর্যের তুলনা হয় না। এঁরা কখনও ভেঙে পড়েন না। সহজে হার মেনে নেওয়া এঁদের স্বভাবে নেই। কোনও কাজে বার বার ব্যর্থ হলেও সফলতা না পাওয়া পর্যন্ত এঁরা ছাড়েন না। এই রাশির ব্যক্তিদের দৃঢ়তাই এঁদেরকে সফলতার শিখরে পৌঁছোতে সাহায্য করে। সেই কারণে এঁদের বিশেষ পরিশ্রমও করতে হয় না। কারণ বৃষেরা জানেন যে তাঁরা কী চান। লক্ষ্য স্থির রেখে বৃষ রাশির ব্যক্তিরা এগিয়ে যান।

Advertisement

কর্কট: আবেগপূর্ণ কর্কট রাশি ছোট থেকেই স্বপ্ন দেখতে ভালবাসেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য উঠেপড়ে লেগে যান। এঁরা নিজেদের আবেগকে সঠিক দিকে চালিত করে কাজ হাসিল করে নেওয়ার ব্যাপারে পটু হন। কর্কট রাশির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হয় চূড়ান্ত। কোন সময়ে কোন কাজটা করা উচিত তা এঁরা অন্যদের থেকে অনেক বেশি ভাল বোঝেন। সেই কারণে কোনও লক্ষ্য পূরণের জন্য এঁদের বিশেষ পরিশ্রম করতে হয় না। বুদ্ধির ও সৃজনশীল চিন্তার বলে এঁরা সব ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন।

সিংহ: সৃজনশীল সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যে জন্ম থেকেই নেতৃত্বদানের ক্ষমতা থাকে। এঁরা নিজেদেরও সর্বদা সঠিক পথে চালনা করে সফলতার শিখরে নিয়ে যান। জীবনে চলার পথে আসা সকল বাধার মধ্যে এঁরা সফলতার নতুন সুযোগ খুঁজে পান। এই রাশির ব্যক্তিরা নিজেদের সঙ্গে সঙ্গে আশপাশের মানুষদেরও কাজ করার উৎসাহ প্রদান করে থাকেন। সিংহের দক্ষতার জন্যই তাঁরা অধিক শ্রম ব্যয় না করেও যে কোনও ক্ষেত্র থেকে সফলতা পেয়ে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement