ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
যত দিন এগোচ্ছে, সোনার দাম ততই বৃদ্ধি পাচ্ছে। সোনার একটা ছোট নাকছাবিও এখন অমূল্য রতনের সমান। বহু মানুষই রয়েছেন যাঁরা এই বিশাল দাম দেখে গায়ে সোনা রাখতেই ভয় পাচ্ছেন। পাছে সেটি যদি হারিয়ে যায় তা হলেই ঘটবে বিপদ। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা। বর্তমানে খুব কম মানুষই দৈনন্দিন জীবনে সোনার গয়না গায়ে রাখেন। সোনা এমনিতে শুভ ধাতু বলে পরিচিত। বিশেষ করে কয়েকটি রাশির জন্য সোনা অত্যন্ত শুভ। একটা ছোট টুকরো হলেও সোনা এঁদের গায়ে রাখা উচিত বলে জানাচ্ছে শাস্ত্র।
কোন কোন রাশির জন্য সোনা শুভ?
মেষ: মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির ব্যক্তিদের জন্য সোনা অত্যন্ত শুভ। মেষ রাশির ব্যক্তিদের কাজ করার শক্তির জোগান দেয় সোনা। এঁদের মাথায় খারাপ চিন্তা ভিড় করে আসা থেকেও রক্ষা করে। এঁদের চিন্তাভাবনায় গতি আসে, ফলত এঁরা সহজেই নিজের লক্ষ্য জয় করতে পারেন।
বৃষ: হলুদ ধাতু সোনা বৃষ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। শুক্রের রাশি বৃষ সৌন্দর্য ও বিলাসিতা প্রিয়। সোনার গুণে এই রাশির ব্যক্তিদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। সোনা পরলে বৃষ রাশির ব্যক্তিদের সফলতার শিখরে পৌঁছোতে সুবিধা হয়।
সিংহ: সূর্য দ্বারা পরিচালিত রাশি সিংহের জন্য সোনা অত্যন্ত শুভ। হলুদ ধাতু এঁদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। যে কোনও জায়গায় এঁরা সকলের নজর কাড়তে সক্ষম হন। এই রাশির ব্যক্তিদের মধ্যে জন্মগত ভাবেই সকলকে নিজের দিকে আকৃষ্ট করার ক্ষমতা থাকে। সোনা পরার ফলে সেই ক্ষমতা আরও বৃদ্ধি পায়।
ধনু: স্বাধীনচেতা ধনু রাশিকে সোনা স্বপ্ন পূরণে সাহায্য করে। সেই কারণে এঁদের শরীরে সর্বদা একটা সোনার গয়না রাখা উচিত। সোনার গুণে এঁরা কখনও লক্ষ্যচ্যুত হন না। এই রাশির ব্যক্তিরা সহজেই নিজের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে পারে। জীবনে সুখের অভাব থাকে না।
মকর: সোনা পরলে মকর রাশির মনের শক্তি বৃদ্ধি পায়। এঁরা যে কোনও কাজ উদ্যমের সঙ্গে করতে পারেন। নিজের লক্ষ্যে অনড় থাকেন। কোনও প্রকার বাধা ছাড়া উদ্দেশ্য পূরণে সক্ষম হন। এই রাশির জন্য তাই সোনা অত্যন্ত শুভ। সোনার গুণে এঁদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। অর্থের খুব একটা অভাব দেখা দেয় না।