—প্রতীকী ছবি।
পুজোর আগে সকলেই নিজের সঙ্গে সঙ্গে ঘরকেও সাজিয়ে তুলতে চান। অনেকে আবার চান শখের জিনিসটা মায়ের আগমনের মাসে কিনে ফেলতে। এই সব কারণে হাতে থাকা টাকায় না কুলোলে ঋণের দ্বারস্থ হন বহু মানুষ। কিন্তু সকলের ভাগ্যে ঋণে নেওয়া টাকা সহ্য হয় না। টাকা ধার নেওয়ার ব্যাপারটাও অনেকটাই আমাদের ভাগ্যের উপর নির্ভর করে। বহু মানুষই আছেন যাঁরা টাকা ধার নিয়ে মুশকিলে পড়েন। অনেক ক্ষেত্রে আবার শত্রুর সমস্যায় জর্জরিত হতে হয়। ভাগ্য সঙ্গ না দিলে কোনও প্রতিযোগিতায় অংশ নিয়েও জেতার স্বাদ পাওয়া যায় না। সেপ্টেম্বর মাসে আপনার ভাগ্যে কী আছে দেখে নিন।
মেষ রাশি: ঋণ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা মেষের ভাগ্যে নেই। শত্রুও বিপাকে ফেলতে পারবেন না। প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতায়ও খুবই ভাল ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃষ রাশি: সেপ্টেম্বরে বৃষ রাশির জাতকদের ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি। শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা খুব একটা না থাকলেও, প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভের সম্ভাবনা কম।
মিথুন রাশি: ঋণ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা মিথুনের ক্ষেত্রে কম। শত্রু সমস্যার কারণ হবে না। প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতায় ভাল ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি। শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা নেই, প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতায় মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।
সিংহ রাশি: মাসের প্রথম ভাগে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির ব্যক্তিরা সচেতন থাকুন। প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে তুলনামূলক শুভ ফল লাভ করবেন।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের ঋণ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা নেই। শত্রুও বিপাকে ফেলতে পারবেন না। প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতায় খুবই ভাল ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: সেপ্টেম্বরে তুলা রাশির ব্যক্তিদের ঋণ সংক্রান্ত সমস্যায় সম্মুখীন হওয়ার আশঙ্কা কম। শত্রুরাও সমস্যার কারণ হবে না। প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতায় খুবই ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশি: ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে বৃশ্চিকের সচেতনতা অবলম্বন জরুরি। শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা খুব একটা না থাকলেও, প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতায় মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি: মাসের প্রথম ভাগে ধনু রাশির ব্যক্তিদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে তুলনামূলক শুভ ফল লাভ করবেন।
মকর রাশি: ঋণগ্রহণে সমস্যা না থাকলেও, মকর রাশির ব্যক্তিরা বুঝে ঋণ দান করুন। এই মাসে শত্রুরা বিভিন্ন ভাবে বিরক্ত করতে পারে। প্রতিযোগিতায় সফলতার সম্ভাবনা কম।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকারা মাসের প্রথম ভাগে ঋণ এবং শত্রু থেকে সাবধান থাকুন। পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফল লাভ করবেন। প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও মাসের দ্বিতীয় ভাগ শুভ।
মীন রাশি: সেপ্টেম্বরে মীন রাশির ব্যক্তিরা ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে বিব্রত করতে পারবে না। প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে সামান্য পরিবর্তন হলেও প্রথম ভাগ শুভ।
গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী বিচার, জন্মকালীন গ্রহের অবস্থান এবং দশা অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে।