Finger Personality Test

সহৃদয় না কুচুটে, অনামিকার গঠন বলে দেবে আপনি কেমন প্রকৃতির মানুষ! জেনে নিন কী ভাবে সেটি বিচার করা সম্ভব

কোন মানুষের হাতের আঙুলের আকৃতি কেমন তা বিচার করে উক্ত মানুষের সম্বন্ধে বিশেষ কিছু গোপণ তথ্য বলে দেওয়া যায়। আমাদের হাতের অনামিকা আঙুল আমাদের সম্বন্ধে অনেক কিছু জানায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রতিটি মানুষ একে অপরের থেকে আলাদা। তাঁদের জীবনধারা, ব্যক্তিত্ব, চালচলন সবই একে অপরের থেকে পৃথক। কোন মানুষ কেমন হবেন তাঁর অনেকটাই নির্ভর করে উক্ত মানুষটির হাতের রেখা, রাশি, জন্মসংখ্যা প্রভৃতির উপর। হস্তরেখা পাঠ জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরই মধ্যে পড়ে হাতের আঙুলের আকৃতির ধরনের বিচারও। কোন মানুষের হাতের আঙুলের আকৃতি কেমন তা বিচার করে উক্ত মানুষের সম্বন্ধে বিশেষ কিছু গোপণ তথ্য বলে দেওয়া যায়। আমাদের হাতের অনামিকা আঙুল আমাদের সম্বন্ধে অনেক কিছু জানায়। জেনে নেওয়া যাক সেগুলি কী।

Advertisement
  • কোনও মানুষের অনামিকা যদি সেই মানুষের তর্জনীর থেকে বড় হয়, তা হলে সেই মানুষেরা ভালবাসা ও আবেগে পরিপূর্ণ হন। এঁদের সংসার জীবনের প্রতি বিশেষ আগ্রহ থাকে। এই সকল মানুষেরা এঁদের স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার কাটানোর স্বপ্ন দেখেন এবম সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যা কিছু করতে পারেন।
  • যে সকল মানুষের অনামিকা আঙুলটি অন্যান্য আঙুলের থেকে ছোট, তাঁরা সর্বদা খারাপ সঙ্গে পড়ে যান। এঁরা নিজেরা মানুষ ভাল হলেও, সঠিক মানুষকে চিনতে ভুল করেন। এই সকল ভেবেচিন্তে কথা বলেন না, ফলত ঘন ঘন সমস্যায় পড়ে যান। এঁরা চিন্তা না করেই যে কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলেন বা যা কিছু কাজ করে ফেলেন, সেই কারণে এঁদের নানা প্রকার ঝামেলার সম্মুখীন হতে হয়।
Advertisement
  • অনামিকা ও মধ্যমা সমান আকৃতির হয় যাঁদের, তাঁরা খুবই ভাগ্যবান হন বলে মনে করা হয়। এঁরা ব্যবসা করলে ভাল লাভ করেন। সমাজে প্রতিষ্ঠিত হতে এঁদের বেশি সময় লাগে না। এঁরা সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। এই সকল মানুষের যেখানেই যান, সেখানেই একটা ‌খুশির আমেজ সৃষ্টি করেন। এঁরা আবেগতাড়িত হন, তবে আবেগের বসে কখনও যুক্তিকে অগ্রাহ্য করেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement