Most Diligent Zodiac Signs

চাকরি হোক বা ব্যবসা, যে কোনও ক্ষেত্রেই বলে বলে গোল দেন এঁরা! সফলতার শিখরে জ্বলজ্বল করেন তিন রাশি

কেউ ব্যবসার করে সফলতা পান, কেউ আবার চাকরি করেই উন্নতির শিখরে পৌঁছোন। তেমনই শাস্ত্রমতে তিন রাশির ব্যক্তিরা যে কোনও ক্ষেত্রেই যান না কেন, সফলতা এঁরা পানই। তারই সঙ্গে প্রচুর নাম-যশও কামান।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৬
Share:

—প্রতীকী ছবি।

রাশি বিচার করে সব মানুষের ব্যাপারেই অনেক কিছু বলে দেওয়া যায়। কেবল স্বভাব-চরিত্র কেমন সেটাই নয়, উক্ত মানুষ পেশাগত ক্ষেত্রে কোন দিকে গেলে সাফল্য পাবেন সেই সম্বন্ধেও একটা ধারণা দিয়ে দেওয়া যায়। কেউ ব্যবসা করে সফলতা পান, কেউ আবার চাকরি করেই উন্নতির শিখরে পৌঁছোন। তেমনই শাস্ত্রমতে তিন রাশির ব্যক্তিরা যে কোনও ক্ষেত্রেই যান না কেন, সফলতা এঁরা পানই। তারই সঙ্গে প্রচুর নাম-যশও কামান। সমাজের প্রায় সকল শ্রেণির মানুষ এঁদের একডাকে চিনতে পারেন। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

কোন তিন রাশি অভিনয় জগতে নাম করতে পারেন?

সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা ছোট থেকেই নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে বড় হন। ছাত্রজীবন থেকে পেশাক্ষেত্র, সব ক্ষেত্রেই এঁরা শ্রেষ্ঠ হওয়ার তাগিদ রাখেন। তার জন্য পরিশ্রম করতেও পিছপা হন না। এঁরা সহজেই নিজেদের বলে সফলতার চরম শিখরে পৌঁছিয়ে যান। সমাজে এঁদের প্রচুর নামডাক হয়। বিশেষ ব্যক্তিত্বে পরিণত হতে এঁদের খুব বেশি সময় লাগে না।

Advertisement

বৃশ্চিক: সফলতা অর্জনের জন্য বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বিশেষ কাঠখড় পোড়াতে হয় না। এই রাশির ব্যক্তিরা একটু চেষ্টাতেই সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলতে পারেন। যে কোনও ক্ষেত্রে এঁরা বিশেষ নাম করেন। তবে পরিবার বা অন্য কারও সাহচর্যে নয়, নিজের বলেই এঁরা উন্নতি লাভ করেন। বৃশ্চিকের উল্লেখযোগ্যতাও সব ক্ষেত্রে প্রবল হয়। সকলে এঁদের মান্য করে চলেন।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা নিজেদের আদর্শে জীবন কাটাতে পছন্দ করেন। সফলতার দৌড়ে এঁরা সর্বদা এগিয়ে যাওয়ার চেষ্টায় থাকেন। এঁরা কখনও অতিরিক্ত পরিশ্রম করার ব্যাপারে কুণ্ঠাবোধ করেন না। এই রাশির ব্যক্তিদের কাছে পেশাই সবার আগে আসে। তার পর পরিবার, প্রেম, বন্ধুবান্ধব। সফলতার পথে এঁরা কোনও বাধাকে টিকতে দেন না। সেই কারণে সমাজে প্রতিষ্ঠিত হতেও এঁদের বিশেষ সময় লাগে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement