Mars in Libra 2025 Impact

শনি রাতে রাশি বদলাচ্ছে লাল গ্রহ, তুলায় মঙ্গলের আগমনে শুভ সময় শুরু হবে পাঁচ রাশির! বইবে উন্নতির ঝড়

মঙ্গলের তুলায় প্রবেশের ফলে সেই রাশি-সহ আরও চার রাশির মঙ্গলময় সময় শুরু হতে চলেছে। লালা গ্রহের কৃপায় জীবনের নানা জটিলতা থেকে মুক্তি পাবেন এই পাঁচ রাশির জাতক-জাতিকারা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫
Share:

—প্রতীকী ছবি।

৯ সেপ্টেম্বর রাত ৯টা ২১ মিনিটে তুলায় প্রবেশ করবে মঙ্গল। তুলা শুক্রের রাশি। অন্যদিকে শাস্ত্রমতে, শুক্র ও মঙ্গল হল একে অপরের বন্ধু গ্রহ। সেই কারণে শুক্রের তুলায় প্রবেশ ফলদায়ী হয়ে চলেছে কিছু রাশির ক্ষেত্রে। দেখে নিন কারা এর প্রভাবে লাভজনক ফল পাবেন।

Advertisement

মঙ্গলের তুলায় প্রবেশের ফলে লাভবান হবেন কারা?

মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের সপ্তম ঘরে প্রবেশ করবে মঙ্গল। এর ফলে নানা দিক থেকে লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। পেশার জগতে সুনাম কুড়োতে পারবেন তাঁরা। আর্থিক স্বচ্ছলতা হবে চোখে পড়ার মতো। পারিবারিক বিবাদ কেটে গিয়ে খুশির সময় শুরু হবে।

Advertisement

মিথুন: মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ফুলেফেঁপে উঠবেন মিথুন রাশির ব্যক্তিরা। মিথুনের পঞ্চম ঘরে প্রবেশ করবে মঙ্গল। পেশাক্ষেত্রে দারুণ ফল লাভ করবেন। সমাজে খ্যাতি বৃদ্ধি পাবে। কাছের মানুষেরা আপনার কদর বুঝবেন। জীবনের জটিলতা কেটে গিয়ে খুশির রং ছড়িয়ে পড়বে।

তুলা: তুলাতেই প্রবেশ করছে মঙ্গল। সেই কারণে এই রাশির ব্যক্তিরা বিশেষ ফল লাভ করবেন। শনি রাত থেকেই শুরু হবে তুলার সুসময়। সাংসারিক ক্ষেত্রে এর দারুণ প্রভাব পড়বে। সহজেই জটিল সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন। সন্তানের শারীরিক দিক দিয়ে উন্নতি হবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো।

ধনু: ধনু রাশির ব্যক্তিরা কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। সেই সুযোগের ফলে পেশাক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন এই রাশির ব্যক্তিরা। আর্থিক দিক দিয়েও স্বচ্ছলতা আসবে। দাম্পত্য জীবনে শুরু হবে সুখের সময়। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। প্রয়োজনে পরিবারের লোকজনের সহযোগিতা পাবেন।

মকর: মঙ্গল মকরের চতুর্থ ঘরে প্রবেশ করবে। এই সময়কাল মকরের জীবনে আনন্দধারা নিয়ে আসবে। বহু দিনের কোনও ইচ্ছা পূরণ হতে চলেছে। কাজের উপযুক্ত ফল পাবেন। ব্যক্তিগত সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে। পেশাক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। যে কাজে হাত দেবেন, সেখানেই সফলতা পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement