Career Oriented Zodiac Signs

পরিবারের সঙ্গে সময় কাটাতে অনীহা, দিন-রাত কাজ নিয়ে থাকতেই ভালবাসেন! পেশার ‘নেশা’য় বুঁদ থাকেন পাঁচ রাশি

শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচটি রাশি প্রচণ্ড পরিমাণে কর্মজীবনকেন্দ্রিক হন। তাঁদের কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রাধান্য পায় নিজেদের কেরিয়ার।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৪
Share:

—প্রতীকী ছবি।

প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। সেগুলির কিছুটা যেমন জিনগত, তেমনই কিছুটা রাশিগত। এক জন ব্যক্তি কোন প্রকৃতির হবেন তার অনেকটাই নির্ভর করে উক্ত ব্যক্তির রাশির উপর। রাশি বিশ্লেষণের মাধ্যমে সেই ব্যক্তির নানা গোপন তথ্য সম্পর্কে বলে দেওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই বলা যায়, কোন জাতক-জাতিকারা কেমন জিনিস পছন্দ করেন। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচটি রাশি প্রচণ্ড পরিমাণে কর্মজীবনকেন্দ্রিক হয়ে থাকেন। তাঁদের কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রাধান্য পায় নিজেদের কেরিয়ার। যে কোনও পরিস্থিতিতে তাঁরা কাজ করার জন্য তৈরি থাকেন। কখনও ক্লান্ত বোধ করেন না।

Advertisement

কোন পাঁচ রাশি কাজ ছাড়া কিছু বোঝেন না?

মিথুন: শৈশব থেকেই মিথুন রাশির জাতক-জাতিকারা কর্মঠ হন। বাড়তি পরিশ্রমের কথা শুনলে তাঁরা কখনও পিছপা হন না। এই রাশির ব্যক্তিরা নতুন জিনিস জানতে ও শিখতে খুবই ভালবাসেন। মিথুনের এই ইচ্ছা তাঁদের পেশাজীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তবে একঘেয়ে কোনও কিছুই তাঁদের বিশেষ ভাল লাগে না। কর্মক্ষেত্রেও তাঁরা সর্বদা নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন।

Advertisement

সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা জন্মেছেনই নেতৃত্ব প্রদানের জন্য। তাঁরা দলের সাধারণ কর্মী হয়ে যতটা না ভাল কাজ করেন, দলনেতা হয়ে তার চেয়ে বহু গুণ ভাল কাজ করেন। পেশার জন্য তাঁরা দিন-রাত এক করে দেন। মনের মতো কাজ পেলে এই রাশির ব্যক্তিদের অন্য কাউকে প্রয়োজন হয় না। অফিসের কাজ এবং সহকর্মীদের নিয়েই সুখে জীবন কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সিংহ রাশির জাতক-জাতিকারা।

বৃশ্চিক: জীবনে চলার পথে কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে, কোন বিষয়ে দেওয়া হবে না তা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে আয়নার মতো স্বচ্ছ। অগ্রাধিকারের তালিকায় প্রথমেই রয়েছে তাঁদের কেরিয়ার। কর্মজীবন নিয়ে তাঁরা কোনও রকম ঢিলেমি হাবভাব পছন্দ করেন না। ভবিষ্যতের জন্য কাজ জমিয়ে রাখা তাঁদের মোটেও পছন্দ নয়। তাঁদের যদি ব্যক্তিগত জীবনে কোনও সমস্যার মুখেও পড়তে হয় তাতেও রাজি। কিন্তু পেশাগত জীবনের সঙ্গে কোনও রকম ভাবেই আপস করতে রাজি নন তাঁরা।

মকর: শৈশব থেকেই নিয়মানুবর্তিতার বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন মকর রাশির ব্যক্তিরা। তাঁদের সেই নিয়মমাফিক জীবন কাটানোর ছাপ কর্মজীবনেও পড়তে দেখা যায়। কর্মঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা যথেষ্ট শৃঙ্খলাবদ্ধও হন। ফলে কেরিয়ারের ক্ষেত্রে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে তাঁদের বিশেষ সময় লাগে না।

ধনু: ধনু রাশির ব্যক্তিরা সর্বদা ইতিবাচক চিন্তা করতে ভালবাসেন। তাঁরা কখনওই নেতিবাচক কোনও ভাবনাকে প্রশ্রয় দেন না। সেই কারণে কর্মক্ষেত্রে নিজেদের ইতিবাচক চিন্তাধারার বলে সাফল্য ছিনিয়ে আনতে সমর্থ হন। কঠোর পরিশ্রম করার ব্যাপারে তাঁরা কখনও পিছপা হন না। কাজ ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটানো ধাতে নেই তাঁদের। সর্বদা কাজকেই অগ্রাধিকার দিয়ে অভ্যস্ত তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement